ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে গণসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে কচুয়া উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।
পরিষদের সভাপতি হাফেজ মাওলানা ইব্রাহিম মোল্লা, সেক্রেটারি মুফতী মাসুদুর রহমান ইব্রাহিমী, জয়েন্ট-সেক্রেটারি হাফেজ মাওলানা নাছির আল হানাফী, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি তানযিল হাসান ও সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হোসাইন মিয়াজীসহ অন্যান্য নেতৃবৃন্দ এই আহ্বান জানান।
আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ৩টায় চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এই গণসমাবেশ।
গণসমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান। প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আল্লামা মকবুল হোসাইন, এবং চাঁদপুর ৪ (ফরিদগঞ্জ) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী।
এছাড়া উপস্থিত থাকবেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সেক্রেটারি ও চাঁদপুর ২ আসনের প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকী, চাঁদপুর ১ আসনের প্রার্থী মুফতী উমর ফারুক ইবরাহীমী কাসেমী এবং চাঁদপুর ৫ আসনের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আলী পাটোয়ারী।
এমএইচ/