বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পাবলিক ট্রান্সপোর্টে যৌন হয়রানি: নিজেকে সুরক্ষিত রাখুন ৯ জেলায় জনবল নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ  ‘আমেরিকা কিছুটা সার্বভৌমত্ব হারিয়েছে’, জোহরান মামদানির জয়ে ট্রাম্পের প্রথম প্রতিক্রিয়া চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার

জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই: সালাহউদ্দিন আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির জোট গঠনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য জোটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “বেশ কয়েকটি ইসলামি দলের সঙ্গে আলোচনা চলছে। আমরা ইসলামি মূল্যবোধে বিশ্বাস করি। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো জোটের প্রশ্নই আসে না।”

তিনি আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন, সরকার কিংবা বিএনপির মধ্যে কোনো অনিশ্চয়তা নেই।

জুলাই সনদ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে জানান, এমন কোনো প্রস্তাব বিএনপি গ্রহণ করবে না যা আদালতে প্রশ্নবিদ্ধ হতে পারে। দিনশেষে সংসদের মাধ্যমেই এটি বাস্তবায়ন হবে।

কোনো দল নির্বাচনে না গেলে সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেন, “আগামী নির্বাচন বয়কট করলে সেই দলই রাজনৈতিকভাবে মাইনাস হয়ে যাবে। আশা করি, এ ঝুঁকি কেউ নেবে না।”

প্রার্থী বাছাই প্রসঙ্গে তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, প্রার্থী নির্বাচনে তাদের গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি মেধাভিত্তিক রাজনীতি যাঁরা করবেন, তাঁরাই দলে প্রতিনিধিত্বের সুযোগ পাবেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ