শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

দল যে সিদ্ধান্তই নেবে, মেনে নেব: ফজলুর রহমান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, দলের পক্ষ থেকে তার ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হবে, তিনি তা বিনা দ্বিধায় মেনে নেবেন।

তিনি জানান, রবিবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে একজন বার্তাবাহক তার বাসায় এসে শোকজ নোটিশ পৌঁছে দেন। এ বিষয়ে তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দেবেন। সোমবার (২৫ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ফজলুর রহমান বলেন, “নোটিশ হাতে পেয়েছি। আমি এর জবাব দেব এবং দল আমার ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে, তা মাথা পেতে নেব।”

এসময় তিনি অভিযোগ করেন, রাজধানীতে তার ভাড়া বাসার সামনে কিছু যুবক-যুবতী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এতে তিনি মব হামলার শিকার হওয়ার আশঙ্কা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, “আমার এ দেশে নিশ্চিন্তে বাঁচার অধিকার আছে, এটি আমার মৌলিক অধিকার। কিন্তু আমি দেখছি, এ অধিকারের ওপর হস্তক্ষেপ হচ্ছে। আমি মৃত্যু ভয় করি না, তবে অপমৃত্যু আমার প্রাপ্য নয়। আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, এ বিষয়ে আমি কোনো আপস করব না।”

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান প্রসঙ্গে “কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর” বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি তাকে শোকজ নোটিশ দিয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত ওই চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এদিকে সোমবার সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় সংলগ্ন ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতা বিক্ষোভ শুরু করে। তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেখানেই অবস্থান নেয় তারা। এ পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ