বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পাবলিক ট্রান্সপোর্টে যৌন হয়রানি: নিজেকে সুরক্ষিত রাখুন ৯ জেলায় জনবল নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ  ‘আমেরিকা কিছুটা সার্বভৌমত্ব হারিয়েছে’, জোহরান মামদানির জয়ে ট্রাম্পের প্রথম প্রতিক্রিয়া চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার

দল যে সিদ্ধান্তই নেবে, মেনে নেব: ফজলুর রহমান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, দলের পক্ষ থেকে তার ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হবে, তিনি তা বিনা দ্বিধায় মেনে নেবেন।

তিনি জানান, রবিবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে একজন বার্তাবাহক তার বাসায় এসে শোকজ নোটিশ পৌঁছে দেন। এ বিষয়ে তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দেবেন। সোমবার (২৫ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ফজলুর রহমান বলেন, “নোটিশ হাতে পেয়েছি। আমি এর জবাব দেব এবং দল আমার ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে, তা মাথা পেতে নেব।”

এসময় তিনি অভিযোগ করেন, রাজধানীতে তার ভাড়া বাসার সামনে কিছু যুবক-যুবতী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এতে তিনি মব হামলার শিকার হওয়ার আশঙ্কা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, “আমার এ দেশে নিশ্চিন্তে বাঁচার অধিকার আছে, এটি আমার মৌলিক অধিকার। কিন্তু আমি দেখছি, এ অধিকারের ওপর হস্তক্ষেপ হচ্ছে। আমি মৃত্যু ভয় করি না, তবে অপমৃত্যু আমার প্রাপ্য নয়। আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, এ বিষয়ে আমি কোনো আপস করব না।”

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান প্রসঙ্গে “কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর” বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি তাকে শোকজ নোটিশ দিয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত ওই চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এদিকে সোমবার সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় সংলগ্ন ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতা বিক্ষোভ শুরু করে। তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেখানেই অবস্থান নেয় তারা। এ পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ