বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইসলামি আইন চালু হলে অধিকার নিয়ে আন্দোলন করতে হবে না: মুজিবুর রহমান পাবলিক ট্রান্সপোর্টে যৌন হয়রানি: নিজেকে সুরক্ষিত রাখুন ৯ জেলায় জনবল নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ  ‘আমেরিকা কিছুটা সার্বভৌমত্ব হারিয়েছে’, জোহরান মামদানির জয়ে ট্রাম্পের প্রথম প্রতিক্রিয়া চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ

সোমবার ‘মার্চ ফর রোহিঙ্গা’ কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীকাল সোমবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক রোহিঙ্গা গণহত্যা দিবস উপলক্ষে ‘মার্চ ফর রোহিঙ্গা’ বা রোহিঙ্গা সংহতি দিবস পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পিপলস কোয়ালিশন ফর রোহিঙ্গা রাইটস। এদিন বিকেল ৩টায় শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। সংগঠনটি বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষকে মজলুম রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে সংগঠনের সমন্বয়ক জিহাদী ইহসান বলেন, “রোহিঙ্গারা প্রতিনিয়ত আন্তর্জাতিক গণমাধ্যমের আড়ালে হত্যার শিকার হচ্ছে। ২০২৪ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যের নাফ নদীর তীরে চালানো ড্রোন হামলায় প্রায় ২০০ জন নিহত হন। আমরা এই অব্যাহত নির্যাতনের বিরুদ্ধে বিশ্বব্যাপী আওয়াজ তুলতে ‘মার্চ ফর রোহিঙ্গা’র ডাক দিয়েছি।”

সংগঠনের মুখপাত্র মো. শাহরিয়ার ফাহাদ বলেন, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী ও উগ্র বৌদ্ধ মিলিশিয়া পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালায়। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, সে অভিযানে হাজারো নারী-পুরুষ-শিশু হত্যা, নারী ধর্ষণ, গ্রাম জ্বালিয়ে দেওয়া ও খাদ্য-জল অবরোধসহ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন সংঘটিত হয়। ওই দিন প্রায় সাত লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।

তিনি আরও বলেন, “রোহিঙ্গাদের দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছে। ১৯৭৮ সালে ‘অপারেশন নাগামিন’-এর সময় প্রায় দুই লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। ১৯৮২ সালে রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করা হয়। নিজেদের জন্মভূমিতে তারা গণহত্যার শিকার হচ্ছে, দেশ থেকে উচ্ছেদ হচ্ছে, অথচ পৃথিবী নীরব। আমরা চাই বিশ্ববাসী রোহিঙ্গাদের স্বাধীনতা ও মুক্তির দাবিতে সরব হোক।”

বাংলাদেশ পিপলস কোয়ালিশন ফর রোহিঙ্গা রাইটস দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি মানবাধিকার সংগঠন। রোহিঙ্গাদের ওপর নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতেই এ সংগঠন গড়ে ওঠে। সংগঠনটির অন্য সদস্যরা হলেন, কাজী আহমেদ আল বাসীর, রুবায়েত রাফি, নিহাল মুহাম্মদ তাশফীন, আসিফ প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ