সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

নাফ নদী থেকে ১২ জেলেকে ধরে নেয়ার প্রতিবাদ জামায়াতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাফ নদী থেকে ১২ জন বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যাওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানিয়ে বলেন, গত ২৩ আগস্ট দুপুরে শাহপরী দ্বীপের নাইক্ষ্যাংদিয়া সংলগ্ন নাফ নদী থেকে মাছ ধরে ফেরার পথে ১২ জন বাংলাদেশি জেলেসহ একটি মাছ ধরার ট্রলারকে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গেছে। এই অপহরণের ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এর আগে আরও দুই দফায় ধরে নিয়ে যাওয়া ৭ জন জেলে এখনো জিম্মি অবস্থায় রয়েছে। তাদের ফেরত আনারও কোনো উদ্যোগ সফল হয়নি।

তিনি আরো বলেন, অপহৃত ১২ জন জেলে ও জিম্মি থাকা অন্যান্য জেলেদের নিরাপদে মুক্তি এবং ট্রলার ফিরিয়ে আনার জন্য অবিলম্বে কার্যকর ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। সেই সঙ্গে আরাকান আর্মির এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ