বুধবার, ০৬ আগস্ট ২০২৫ ।। ২২ শ্রাবণ ১৪৩২ ।। ১২ সফর ১৪৪৭


জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজনৈতিক মতভেদ থাকলেও দেশ ও জনগণের স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিভিন্ন বিষয়ে মতভেদ থাকতেই পারে, আর সেই ভিন্নমত নিরসনে আলোচনাও চলবে। কিন্তু জাতীয় ইস্যুতে, বিশেষ করে গণতন্ত্র রক্ষার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়া উচিত নয়। জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। কারণ আমি বিশ্বাস করি—ধর্ম, দর্শন, মতভেদ যার যার হতে পারে, কিন্তু রাষ্ট্র আমাদের সবার।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিজয় শোভাযাত্রার আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই আহ্বান জানান।

নাগরিকদের প্রতিও আহ্বান জানিয়ে তিনি বলেন, নিরাপদ বাংলাদেশ গড়তে সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। ফ্যাসিবাদের সময়ে আমরা কেউই নিরাপদ ছিলাম না—আমাদের সন্তানরাও নয়। ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, আর পুরো দেশকে পরিণত করা হয়েছিল এক ভয়ংকর বন্দিশালায়। এর মূল কারণ ছিল গণতন্ত্র ও আইনের শাসনের অনুপস্থিতি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ