প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত জুলাই সনদ, জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ ও নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিক্রিয়া ও অবস্থান জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।
বুধবার (৬ আগস্ট) বেলা ৩টায় দলের পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।
জরুরি সংবাদ সম্মেলনের সংবাদ ও ছবি সংগ্রহ করতে ইসলামী আন্দোলনের প্রেস উইং থেকে অনুরোধ জানানো হয়েছে।
এমএম/