জুলাই ঘোষণাপত্রে প্রত্যাশিত অন্তর্ভুক্তিতা না থাকলেও নির্বাচনের সুস্পষ্ট ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন এবং রাতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন।
এ বিষয়ে জমিয়তের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানিয়ে দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, জুলাই ঘোষণাপত্রে প্রত্যাশিত অন্তর্ভুক্তিতা নেই। পিলখানা ও শাপলা ট্রাজেডি এই ঘোষণাপত্রে উপেক্ষিত হওয়ায় আমরা হতাশ হয়েছি এবং গুরুত্ব বিবেচনায় এ দুটি বিষয়কে এড়িয়ে যাওয়া উচিত হয়নি বলে আমরা মনে করি। একই সাথে ঘোষণাপত্রে জুলাই শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ার অভিপ্রায়কে আমরা দলীয়ভাবে স্বাগত জানাই।
জমিয়ত মহাসচিব জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টার আগামী নির্বাচন সম্পর্কে সুস্পষ্ট ঘোষণায় সন্তোষ প্রকাশ করে বলেন, এর ফলে নির্বাচন নিয়ে জনমনের বিভ্রান্তি ও ধোঁয়াশা দূর হবে। সরকাকে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন ও সকল দলের সমান সুযোগ তৈরিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
আরএইচ/