মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


মজলিসের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী নেত্রকোনায় বিজয় র‍্যালী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নেত্রকোনা জেলা প্রতিনিধি :

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র কর্তৃক ঘোষণা অনুযায়ী নেত্রকোনা জেলায় আনন্দ মিছিল ও বিজয় র‍্যালী বের হয়। 

আজ  (৫আগস্ট) বাদ আছর র‍্যালীটি নেত্রকোনার হেফাজত চত্বর থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান সড়ক গুলো অতিক্রম করে পুনরায় হেফাজত চত্বরে এসে শেষ হয়।

র‍্যালী পরবর্তী সমাবেশে মাওলানা দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে ও মাওলানা আসাদুর রহমান আকন্দ ও মাওলানা নুরুজ্জামান এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন :  মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আসাদুর রহমান আকন্দ, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা নুরুজ্জামান, মাওলানা সাইদুর রহমান আকন্দ, মাওলানা জাহিদুল ইসলাম ছালেহ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আল আমিন সৈয়দপুরী ও ও মাওলানা আব্দুস সাত্তার। 

বক্তারা বলেন, ফ্যাসিস্ট পালিয়ে গেছে তার পুনর্বাসন বাংলার জমিনে আর হবে না ইনশাআল্লাহ । বিনা অপরাধে আলেমদের জুলুম-নির্যাতন করেছে ফ্যাসিস্ট সরকার। বিগত ফ্যাসিস্ট আমলে সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছেন বেশি ওলামায়ে কেরাম । 

জনসাধারণের উদ্দেশ্যে বক্তারা বলেন: আগামীতে আপনারা আলেমদেরকে সেবা করার সুযোগ দিবেন বলে আমরা আশাবাদী।পরিশেষে দোয়ার মাধ্যমে র‍্যালীর সমাপ্তি ঘোষনা হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ