রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক  শিক্ষার্থীদের সততার চর্চা করতে হবে: ড. সালেহউদ্দিন আহমেদ

জনগণই চূড়ান্ত রেফারি—লাল কার্ড দেখাবে তারাই : ডা. জাহিদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

“কে কাকে লাল কার্ড দেখাবে, সেটা নির্ধারণ করবেন জনগণ—বাংলাদেশের সচেতন নাগরিকরাই চূড়ান্ত রেফারি।”
এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খ্যাতনামা চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

মঙ্গলবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বিএনপির পেশাজীবী ফোরামের এক সভাস্থল পরিদর্শনে গিয়ে এক জামায়াত নেতার মন্তব্যের প্রেক্ষিতে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

ডা. জাহিদ বলেন, “কে কী বলল, বিএনপি তা নিয়ে মাথা ঘামায় না। কে কার প্রতি কটূক্তি করল—তা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন মনে করে না। কারণ বিএনপি জনগণের দল, এবং জনগণের মতামতের ওপরেই আমাদের নির্ভরতা।”

তিনি আরও বলেন, “দেশজুড়ে একটি পরিকল্পিত অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে, যার মাধ্যমে নির্বাচন পেছানোর মতো ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা রয়েছে। তবে আমরা আশাবাদী, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আশ্বাস অনুযায়ী নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তারেক রহমানকে নিয়ে চলমান কটাক্ষের প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। কিন্তু বিএনপি সেই ফাঁদে পা দেবে না। আমরা কারও উসকানিতে প্রতিউত্তর দিতে রাজি নই। বরং দেশের প্রচলিত আইনের আওতায় বিচারই চাই।”

তিনি জোর দিয়ে বলেন, বিএনপি ন্যায়বিচারের পক্ষে, নৈরাজ্যের বিপক্ষে। “আমরা মব জাস্টিস চাই না, আমরা চাই প্রকৃত অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।"

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ পেশাজীবী ফোরামের নেতারা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ