সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

জনগণই চূড়ান্ত রেফারি—লাল কার্ড দেখাবে তারাই : ডা. জাহিদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

“কে কাকে লাল কার্ড দেখাবে, সেটা নির্ধারণ করবেন জনগণ—বাংলাদেশের সচেতন নাগরিকরাই চূড়ান্ত রেফারি।”
এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খ্যাতনামা চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

মঙ্গলবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বিএনপির পেশাজীবী ফোরামের এক সভাস্থল পরিদর্শনে গিয়ে এক জামায়াত নেতার মন্তব্যের প্রেক্ষিতে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

ডা. জাহিদ বলেন, “কে কী বলল, বিএনপি তা নিয়ে মাথা ঘামায় না। কে কার প্রতি কটূক্তি করল—তা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন মনে করে না। কারণ বিএনপি জনগণের দল, এবং জনগণের মতামতের ওপরেই আমাদের নির্ভরতা।”

তিনি আরও বলেন, “দেশজুড়ে একটি পরিকল্পিত অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে, যার মাধ্যমে নির্বাচন পেছানোর মতো ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা রয়েছে। তবে আমরা আশাবাদী, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আশ্বাস অনুযায়ী নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তারেক রহমানকে নিয়ে চলমান কটাক্ষের প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। কিন্তু বিএনপি সেই ফাঁদে পা দেবে না। আমরা কারও উসকানিতে প্রতিউত্তর দিতে রাজি নই। বরং দেশের প্রচলিত আইনের আওতায় বিচারই চাই।”

তিনি জোর দিয়ে বলেন, বিএনপি ন্যায়বিচারের পক্ষে, নৈরাজ্যের বিপক্ষে। “আমরা মব জাস্টিস চাই না, আমরা চাই প্রকৃত অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।"

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ পেশাজীবী ফোরামের নেতারা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ