জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা বরিশালে চরমোনাই দরবার পরিদর্শন করেছেন। এ সময় ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম তাদের স্বাগত জানান। এনসিপি নেতারা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী এবং চরমোনাই দরবার সংশ্লিষটদের অভ্যর্থনায় আপ্লুত হন।
নাহিদের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা সোমবার (১৪ জুলাই) সদর উপজেলার চরমোনাই পীরের দরবারে যান। সেখানে ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে তাদের মতবিনিময় হয়।
মঙ্গলবার বরিশালে পদযাত্রা করবেন এনসিপি নেতারা। নগরের হাসপাতাল রোড অমৃত লাল দে কলেজের সামনে থেকে শুরু হয়ে ফজলুল হক এভিনিউতে পদযাত্রা শেষ হবে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।
পদযাত্রায় নেতৃত্ব দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, হাসানাত আবদুল্লাহ, সারজিস আলমসহ কেন্দ্রের শীর্ষ নেতারা।
এনসিপি দেশজুড়ে জুলাই পদযাত্রা করছে। এর অংশ হিসেবে সোমবার দুপুরে পটুয়াখালীতে এবং বিকেলে বরগুনায় পদযাত্রা করেন। রাতে তারা বরিশাল নগরীতে পৌঁছে নগরীর অদূরে চরমোনাইয়ে যান।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহপ্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরীয়ত উল্লাহ জানান, এনসিপির শীর্ষ নেতারা রাতে চরমোনাই পীরের বাড়িতে যান। তারা সেখানে রাতের খাবার খেয়ে নগরীতে ফিরেন।
এসএকে/