সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের জুলাই স্মৃতি সংলাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে রোববার (১৩ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক স্মৃতিচারণ অনুষ্ঠান ‘জুলাই স্মৃতি সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে।

‎‎শাখা সহ-সভাপতি মোহাম্মদ জিমামুল হক আনাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল মাওলানা রাকিবুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হুসাইন।

এছাড়াও জুলাই স্মৃতিচারণমূলক বক্তব্য দেন মহানগর ও থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

‎প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড কোনো একক ব্যক্তি বা গোষ্ঠী নয়। বরং জুলাই আন্দোলন ছিল দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের আন্দোলন। এই আন্দোলনে প্রতিটি দলের নেতাকর্মীরা নিজ দলের প্রধানের দিকনির্দেশনায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এজন্য কোনো একক ব্যক্তিকে জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড বলা, অন্য সকল দলের অংশগ্রহণকে অস্বীকার করার নামান্তর।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা জাকির হোসাইন বলেন, জুলাই বিপ্লবকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং এই বিপ্লব থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে ইসলামি বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। জুলাই বিপ্লব যেমন তরুণদের নেতৃত্বে সংঘটিত হয়েছে, তেমনি ইসলামি বিপ্লবও আগামী দিনে তরুণদের মাধ্যমেই সংঘটিত হবে। সুতরাং আমাদের তরুণদেরকে আগামী দিনের বিপ্লবের নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ