রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক  শিক্ষার্থীদের সততার চর্চা করতে হবে: ড. সালেহউদ্দিন আহমেদ

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের জুলাই স্মৃতি সংলাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে রোববার (১৩ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক স্মৃতিচারণ অনুষ্ঠান ‘জুলাই স্মৃতি সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে।

‎‎শাখা সহ-সভাপতি মোহাম্মদ জিমামুল হক আনাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল মাওলানা রাকিবুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হুসাইন।

এছাড়াও জুলাই স্মৃতিচারণমূলক বক্তব্য দেন মহানগর ও থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

‎প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড কোনো একক ব্যক্তি বা গোষ্ঠী নয়। বরং জুলাই আন্দোলন ছিল দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের আন্দোলন। এই আন্দোলনে প্রতিটি দলের নেতাকর্মীরা নিজ দলের প্রধানের দিকনির্দেশনায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এজন্য কোনো একক ব্যক্তিকে জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড বলা, অন্য সকল দলের অংশগ্রহণকে অস্বীকার করার নামান্তর।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা জাকির হোসাইন বলেন, জুলাই বিপ্লবকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং এই বিপ্লব থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে ইসলামি বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। জুলাই বিপ্লব যেমন তরুণদের নেতৃত্বে সংঘটিত হয়েছে, তেমনি ইসলামি বিপ্লবও আগামী দিনে তরুণদের মাধ্যমেই সংঘটিত হবে। সুতরাং আমাদের তরুণদেরকে আগামী দিনের বিপ্লবের নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ