সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

ভালো কিছুর প্রত্যাশা ছিল, কিন্তু আপনারা হতাশ করছেন : বিন ইয়ামিন  


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেছেন, ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে আপনাদের কাছ থেকে ভালো কিছুর প্রত্যাশা ছিল, কিন্তু হতাশ করছেন। এ রকম মনোভাব নিয়ে ক্ষমতা পর্যন্ত যেতে পারবেন তো!

শনিবার (১২ জুলাই) রাতে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

ওই পোস্টে তিনি লেখেন, ‘চাঁদাবাজি ও হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদ করায় এভাবে হুমকি দিচ্ছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতাসহ তাদের কর্মীরা। ক্ষমতায় আসার আগেই যদি এ অবস্থা হয় ক্ষমতায় এলে কি করবেন ভাইয়েরা!’

তিনি আরও লেখেন, ‘শেখ হাসিনাই এত জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন করে ভয় দেখাতে পারেনি বরং এখন নিজেই নাই হয়ে গেছে- আপনারা আর কি করবেন।’

এর আগে, শনিবার (১২ জুলাই) মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ। বিক্ষোভ সমাবেশে সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, আমরা বিএনপি পতনের জন্য মাঠে নামিনি। আমরা কারও শত্রু নই। কিন্তু ভালো মানুষের মুখোশ পরে কেউ যদি সন্ত্রাস, ধর্ষণ আর খুনের রাজনীতি করে, তবে সে দায় দলকেই নিতে হবে।

তিনি বলেন, যদি বিএনপিতে কোনো ভালো ছেলে ঢুকে একসময় ধর্ষণকারী হিসেবে বের হয়, তাহলে সে দায় শুধু ব্যক্তির নয় সে দলকেও দায় নিতে হবে। নেতারা যদি চাঁদার ভাগ নেন, তাহলে খুন ও ধর্ষণের দায় থেকেও তারা মুক্ত থাকতে পারেন না।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ