সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

বিএনপি চরিত্রহীন হলে জাতির কপালে দুর্ভাগ্য নেমে আসবে: মাওলানা ইউসুফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেছেন, "আমার পরামর্শগুলো বিএনপির কল্যাণে দিচ্ছি না বরং জাতির স্বার্থে দিচ্ছি। কারণ বিএনপি এখনো একটি বৃহত্তর দল এবং এর নেতাকর্মীদের চরিত্রহীনতা জাতির জন্য বিপদ ডেকে আনবে।"

বিএনপির প্রতি জনতার ক্ষোভের বিষয়ে তিনি বলেন, ইতোমধ্যে মাঠ পর্যায়ে বিএনপির প্রতি জনগণের ক্ষোভ বেড়ে চলেছে। নির্বাচন পেছানোর দাবির পেছনে একটি বড় উদ্দেশ্য রয়েছে। এমনকি, বিএনপির বিরুদ্ধে জাতিকে আবার মাঠে নামানোর শঙ্কা প্রকাশ করেছেন তিনি। তিনি সতর্ক করে বলেন, 'আপনারাও যদি ফ্যাসিস্টদের মতো পথ ধরেন, তবে পলাতক শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ক্ষমতার আকাঙ্ক্ষা এমন যে, কেউ পরাজিত শক্তিকে ইন্ধন দিতে পারে।

আজ (১৩ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাওলানা ইউসুফী এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশে হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি এবং দখলদারি বেড়ে গেছে। কিছু দলের নামও এই অপরাধের সাথে জড়িত। যদিও মিডিয়ায় এসবের বিষয়ে আলোচনা হচ্ছে, তবে বিএনপি ইতোমধ্যে তাদের দলের কিছু লোককে বহিষ্কার করেছে, যা পরোক্ষভাবে দলের দায় স্বীকারের ইঙ্গিত দেয়।

তবে, মাওলানা ইউসুফী জানান, এটি যথেষ্ট নয়, দলকে শুধুমাত্র শুদ্ধতা ও পরিচ্ছন্নতার দিকে ধাবিত করতে হলে, দলের নেতাকর্মীদের মানবিক শিক্ষা প্রদান করতে হবে।

তিনি আরও বলেন, কিছু মিডিয়া সরকারের এজেন্সিগুলোর প্রতি ইঙ্গিত করছে, যা অতীতের তিক্ত অভিজ্ঞতাকে স্মরণ করিয়ে দেয়। এর পেছনে বিশেষ কোনো উদ্দেশ্য থাকতে পারে।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। দ্রুত নির্বাচন দিয়ে জাতির মানসম্মান রক্ষা করে চলে যাওয়া সবচেয়ে শ্রেয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ