সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের

পাথর মেরে হত্যার নিন্দা ও পিআর পদ্ধতির নির্বাচন প্রত্যাখ্যান জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে এক ব্যক্তিকে পাথর মেরে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটির শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, এ ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

শনিবার (১২ জুলাই) রাজধানীর রামপুরার জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত আমেলা কমিটির বৈঠকে এ কথা বলেন তারা। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির সভাপতি মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী এবং পরিচালনা করেন মহাসচিব মাওলানা ড. মহিউদ্দিন ইকরাম।

বৈঠকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় বাংলাদেশে স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে জমিয়ত নেতারা বলেন, "জাতিসংঘের মানবাধিকার কমিশনের ইতিহাস আমাদের জানা আছে। তাদের উপস্থিতি দেশের জন্য আত্মঘাতী হবে। জনগণ তা কখনোই মেনে নেবে না।"

এছাড়া, নির্বাচন পদ্ধতি নিয়ে জমিয়তের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, “বাংলাদেশে কোনো পিআর পদ্ধতির নির্বাচন হবে না। এ পদ্ধতি জাতীয় ঐক্য নয়, বরং বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে।”

তিনি আরও বলেন, “আমরা গত ১৬ বছর ধরে আওয়ামী সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করে আসছি। এখন কেউ কেউ আগস্টের ৩-৪ তারিখে আন্দোলন করে সংসদে যেতে চায় এবং পিআর পদ্ধতি চালু করতে চায়। আমাদের অবস্থান পরিষ্কার—এই পদ্ধতির কোনো স্থান বাংলাদেশে নেই।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ