রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক  শিক্ষার্থীদের সততার চর্চা করতে হবে: ড. সালেহউদ্দিন আহমেদ

পাথর মেরে হত্যার নিন্দা ও পিআর পদ্ধতির নির্বাচন প্রত্যাখ্যান জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে এক ব্যক্তিকে পাথর মেরে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটির শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, এ ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

শনিবার (১২ জুলাই) রাজধানীর রামপুরার জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত আমেলা কমিটির বৈঠকে এ কথা বলেন তারা। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির সভাপতি মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী এবং পরিচালনা করেন মহাসচিব মাওলানা ড. মহিউদ্দিন ইকরাম।

বৈঠকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় বাংলাদেশে স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে জমিয়ত নেতারা বলেন, "জাতিসংঘের মানবাধিকার কমিশনের ইতিহাস আমাদের জানা আছে। তাদের উপস্থিতি দেশের জন্য আত্মঘাতী হবে। জনগণ তা কখনোই মেনে নেবে না।"

এছাড়া, নির্বাচন পদ্ধতি নিয়ে জমিয়তের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, “বাংলাদেশে কোনো পিআর পদ্ধতির নির্বাচন হবে না। এ পদ্ধতি জাতীয় ঐক্য নয়, বরং বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে।”

তিনি আরও বলেন, “আমরা গত ১৬ বছর ধরে আওয়ামী সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করে আসছি। এখন কেউ কেউ আগস্টের ৩-৪ তারিখে আন্দোলন করে সংসদে যেতে চায় এবং পিআর পদ্ধতি চালু করতে চায়। আমাদের অবস্থান পরিষ্কার—এই পদ্ধতির কোনো স্থান বাংলাদেশে নেই।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ