সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

আপনাদেরকে মানুষ পালানোর সুযোগও দেবে না, বিএনপিকে বৈষম্যবিরোধীর নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশব্যাপী চলমান হত্যাযজ্ঞ, চাঁদাবাজি ও রাজধানী ঢাকায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হাতে নৃশংসভাবে ব্যবসায়ী খুনের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

 শুক্রবার (১১ জুলাই) রাত ৯টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জামাল খান থেকে চেরাগী পাহাড় মোড়সহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরীর একাধিক কর্মকর্তা বক্তব্য রাখেন।

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক তৌসিফ ইমরুল বলেন, ‘জুলাই পরবর্তী সময়ে আমরা স্বপ্ন দেখেছিলাম একটি নতুন বাংলাদেশের। যে নতুন বাংলাদেশে কোন চাঁদাবাজি থাকবে না। সন্ত্রাসবাদী থাকবে না। মানুষকে দিনে দুপুরে হত্যা করা হবে না। 

এ দেশের মানুষ শান্তিপূর্ণভাবে বাসযোগ্য একটি নতুন বাংলাদেশ খুঁজে পাবে। যে বাংলাদেশে নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি, গত ১৭ বছর আওয়ামী লীগের মতো চাঁদাবাজির কালচার আবারও ফিরিয়ে আনতে চাচ্ছে একটি দল (বিএনপি)। তারা আওয়ামী লীগের মতো সন্ত্রাসবাদ কায়েম করতে চায়। মানুষের ওপর জুলুম নির্যাতন করে ফ্যাসিবাদী হয়ে উঠতে চাইছে একটি দল।’

তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, আমরা জুলাইয়ে পরীক্ষিত মানুষ। আমরা মৃত্যুকে ভয় পাই না। আমরা বুলেটের সামনে বুক পেতে দাঁড়াতে ভয় পাই না। সুতরাং যারা নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার চেষ্টা করছেন, যারা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছেন, যারা চাঁদাবাজির কালচার প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই বাংলার জমিনে আপনাদের এক ঠাঁই হবে না। আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে আপনাদের পরিণতি এর চেয়ে খারাপ হবে। এ দেশের মানুষ আপনাদেরকে থুথু মারবে। আপনাদেরকেও পালানোর সুযোগও দেবে না।’

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ