সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭


‘পিআর পদ্ধতির নির্বাচন ও দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া দেশের জন্য কল্যাণকর’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থা গ্রহণ করা উচিত। এতে জনগণের প্রতিটি ভোটের প্রভাব রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত হবে। বর্তমানে দেশের অধিকাংশ মানুষের ভোট রাষ্ট্র পরিচালনায় কোনো কাজের আসে না। গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীতে বাংলাদেশের শাসন চলছে সংখ্যালঘুদের দ্বারা। এই অশুভ ধারা থেকে উত্তরণের জন্য এবং সত্যিকারের জাতীয় সরকার গঠনে পিআর পদ্ধতির নির্বাচন অপরিহার্য।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেন দলের দুই প্রেসিডিয়াম সদস্য—মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী এবং অধ্যাপক আশরাফ আলী আকন।

আজকের সভার দ্বিতীয় আলোচ্য বিষয় ছিল প্রধানমন্ত্রীর মেয়াদ প্রসঙ্গে। এ বিষয়ে মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে বলেন, "দুইবারের বেশি কোনো ব্যক্তি যেন প্রধানমন্ত্রী না হতে পারে, এই প্রস্তাবে ইসলামী আন্দোলন সমর্থন করেছে। কারণ প্রধানমন্ত্রীর মেয়াদের সীমা না থাকায় রাজনীতিতে ব্যক্তিকেন্দ্রীকতা সৃষ্টি হচ্ছে, যা দেশের সামগ্রিক রাজনৈতিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে।"

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ