সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭


ইসলামী আন্দোলনে নতুন পদ পেলেন ইফতেখার তারিক ও শরীয়তুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমেলায় কিছু পরিবর্তন ও সংযোজন করা হয়েছে। এর মধ্যে শাহ ইফতেখার তারিককে সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) করা হয়েছে। আর কেএম শরীয়াতুল্লাহকে সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মনোনীত করা হয়েছে। 

সোমবার (১৬ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমেলায় এই পরিবর্তন ও সংযোজন করেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। 

সিদ্ধান্ত অনুযায়ী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, বিশিষ্ট্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জনপ্রিয় উপস্থাপক শাহ ইফতেখার তারিককে দলের ২০২৫-২৬ সেশনের বাকি সময়ের জন্য সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) হিসেবে দাযিত্ব প্রদান করা হয়েছে।

এছাড়া ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহকে সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মনোনীত করা হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ