সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বিআরটিএ নিজ খরচে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করলেন তামিম ইকবাল ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদ ডাকসু নেতাদের জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আরও দুই নেতা যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাগো হে কওমি তারুণ‍্য!

নির্বাচনী এলাকায় গণসংযোগে মাওলানা জুনায়েদ আল হাবিব


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া-০২ (সরাইল-আশুগঞ্জ) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব খতিবে বাঙাল মাওলানা জুনায়েদ আল হাবিব পথসভা ও গণসংযোগ বিরামহীন ভাবে চালিয়ে যাচ্ছেন। 

ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড, আশুগঞ্জ বাজার, উচালিয়াপাড়া বাজার,অরুয়াইল,পাক শিমুল, চুন্টা , কালিগচ্ছ বাজার ও শাহবাজপুরসহ বিভিন্ন স্পটে মাওলানা জুনায়েদ আল হাবিব সহ দলীয় নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন।

তাঁর সফর সঙ্গী হিসেবে আছেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি মাওলানা এহসানুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা গাজী ইয়াকুব উসমানী, সহ-সভাপতি মাওলানা আজিজুল ইসলাম জালালী, সাধারণ সম্পাদক মুফতি বশীর আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারী নুরুল ইসলাম লাল বাদশা প্রমুখ।

মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, ব্রাহ্মণবাড়িয়া-০২ আসন আলেম-উলামা বান্ধব আসন। এই আসনে জাতীয় নির্বাচন করেছেন জগত বিখ্যাত আলেম ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম রহ. ও মুজাহিদে আজম মুফতি ফজলুল হক আমিনী রহ.মত ইসলামের মহান সাধক ও জনবান্ধব মহামনীষী। 

তাঁদের পদাঙ্ক অনুসরণ করে ইসলাম, মুসলমান দেশ ও সাধারণ মানুষের কথা সংসদে বলতে চান এবং তাঁদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চান বলে ভোটার ও এলাকাবাসীর সামনে প্রতিশ্রুতি দেন তিনি।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ