সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের

চান্দিনার মানুষের খাদেম হতে চাই! মুফতী এহতেশামুল হক কাসেমী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দেশের জনপ্রিয় রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমীর সভাপতিত্বে, তার নিজ বাড়ি চান্দিনা থানার ১৩ নং জোয়াগ ইউনিয়নের পাঁচ পুকুরিয়ায় ঈদ উপলক্ষে মতবিনিময় সভা ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য আলেম-উলামা, শিক্ষাবীদ, রাজনীতিবীদ ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমী বলেন, আমি চান্দিনার মানুষের খাদেম হতে চাই! চান্দিনার মানুষ যেন দরজা খুলে নিশ্চিন্তে ঘুমাতে পারে এমন নিরাপদ পরিবেশ তৈরি করবো ইনশাআল্লাহ। সন্ত্রাস চাঁদাবাজমুক্ত গ্রিন ও ক্লিন চান্দিনা গড়ে তুলবো।

তিনি আরো বলেন; স্বাধীনতার ৫৪ বছরে আমরা বহু দল, নেতা ও সরকারের পরিবর্তন দেখলেও এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। বিগত ১৬ বছরে স্বৈরাচারী আওয়ামী সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেই ক্ষান্ত হয়নি, দেশকে দূর্নীতি-দুঃশাসন, খুন-গুম ও লুটপাটের নরক রাজ্যে পরিণত করেছিলো। 

যার প্রেক্ষিতে ২৪ এর জুলাইয়ে ছাত্র জনতার ঐতিহাসিক গণবিপ্লবের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী সরকারের পতন হয়। ৫ আগস্ট পরবর্তী সময়ে এদেশের মানুষের মধ্যে প্রবলভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা তৈরি হয়েছে।

অতএব দেশের মানুষের প্রত্যাশা পূরণে, নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে হাতপাখার পক্ষে কাজ করে যেতে হবে।

ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন উজানী মাদরাসার মুহতামিম মাওলানা মাহবুবে এলাহী দা. দা., মাওলানা এহতেরামুল হক উজানী,পীরজাদা মুফতী শিব্বীর আহমাদ, মুফতি ফয়জুল্লাহ- মুহাদ্দিস বরুড়া মাদরাসা, মাওলানা আব্দুল্লাহ আল ফারক, মুফতী উমর ফারুক উবরাহিমী কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা সভাপতি জনাব সাইফুল ইসলাম সরকার, সহ- সভাপতি মুফতী ইসমাঈল হোসাইন, সহ-সভাপতি মাও মারুফ হোসাইন, মাওলানা নাছির আল হানাফী,  সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভুইয়া‌প্রমুখ নেতৃবৃন্দ।
 
অনুষ্ঠানে চান্দিনার বিভিন্ন ইউনিয়ন থেকে সহস্রাধিক নেতা কর্মী, ভ্রাতৃপ্রতিম অন্যান্য ইসলামী সংগঠনের দায়িত্বশীলবৃন্দ, আলেম উলামা ও ইমাম খতিবগণ অংশগ্রহন করেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ