সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বিআরটিএ নিজ খরচে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করলেন তামিম ইকবাল ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদ ডাকসু নেতাদের জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আরও দুই নেতা যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাগো হে কওমি তারুণ‍্য!

জমিয়ত সভাপতির পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা ঈদ মোবারক।

ঈদুল আজহা আমাদের ত্যাগ, আত্মসমর্পণ ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থার এক মহান আদর্শ শেখায়। হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.)-এর ত্যাগ ও আনুগত্যের এই অনন্য দৃষ্টান্ত আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার শিক্ষায় উদ্বুদ্ধ করে।

এই মহামিলনের আনন্দঘন সময়ে আমাদের উচিত, সমাজের দরিদ্র-দুঃখী ও সুবিধাবঞ্চিত মানুষদের কথা স্মরণ করা। প্রতিবেশী, আত্মীয়-স্বজন এবং বিশেষ করে বন্যাকবলিত অঞ্চলের অসহায় ভাই-বোনদের খোঁজখবর নেয়া আমাদের ঈমানী দায়িত্ব। আসুন, আমরা যেনো ঈদের এই আনন্দ থেকে কাউকে বঞ্চিত না করি; সবাই মিলে ভাগাভাগি করে নেই ত্যাগ ও ভালোবাসার এই পবিত্র উৎসব।

বর্তমান বৈশ্বিক ও জাতীয় বাস্তবতায় আমাদের আরও বেশি সহানুভূতিশীল, ন্যায়ভিত্তিক ও ধর্মীয় মূল্যবোধে পরিচালিত সমাজ গঠনের প্রয়োজন রয়েছে। জমিয়তের পক্ষ থেকে আমরা সবসময় শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও ইসলামী আদর্শে পরিচালিত একটি কল্যাণকর বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে আসছি।

আসুন, এই ঈদের বারতা হোক বিভেদ ভুলে ঐক্যের, হিংসা ভুলে ভালোবাসার, এবং অপসংস্কৃতি পরিহার করে ইসলামী আদর্শে ফিরে আসার দৃঢ় অঙ্গীকার।

আল্লাহ তায়ালা আমাদের ঈদুল আজহা কবুল করুন, কোরবানিকে তার দরবারে গৃহীত করুন এবং আমাদের ব্যক্তিগত ও সামষ্টিক জীবন ঈমান, তাকওয়া ও ইনসাফের আলোকে আলোকিত করুন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ