শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

শুধু শোক নয়, চাই স্বচ্ছ জবাবদিহিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওয়ালিউল্লাহ আজিজী

গতকাল দুপুর দুইটা। রাজধানীর অদূরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তখনও ক্লাস চলছিল। ঠিক সেই মুহূর্তে একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের উপর। মুহূর্তেই বিস্ফোরণ, ধোঁয়া, আতঙ্ক আর কান্নায় ছেয়ে যায় পরিবেশ।

নিহত হয় (এখন পর্যন্ত খবরে প্রকাশ) ২৭ টি নিষ্পাপ শিশু, আহত শতাধিক। তারা কারা? তারা ছিল সেই সব স্বপ্নবাজ শিশু, যাদের জীবনের মানে ছিল হাসি, আনন্দ, পড়ালেখা আর আগামী দিনের এক উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু এখন তারা নেই। কাফনে মোড়ানো তাদের ছোট ছোট দেহ, জাতির বিবেককে যেন কাঁপিয়ে দিয়ে প্রশ্ন ছুঁড়ে দেয়— আমার দেশ কি আমার সন্তানের জন্যও নিরাপদ নয়?

কোথায় আমাদের নিরাপত্তা?
একটা প্রশ্ন আজ প্রতিটি মা-বাবার চোখে ঘুম হারাম করে তুলেছে— আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে আমরা সন্তানদের যেখানে পাঠাই, সেই শিক্ষা প্রতিষ্ঠানই যদি মৃত্যুকূপ হয় তাহলে নিরাপত্তা আর কোথায়?

শিশুরা যুদ্ধ করে না, তারা রাজনীতি বোঝে না, তারা খেলার মাঠে ছুটে বেড়ায় আর প্রতিদিনের হোমওয়ার্ক নিয়ে চিন্তিত থাকে। সেই শিশুদের জীবনের মূল্য কি শুধুই এক্সিডেন্টাল “দুর্ঘটনা”র দোহাই দিয়ে শেষ করে দেওয়া যায়?

দায়িত্ব কার?
দায়িত্ব এড়িয়ে যাওয়ার অপচেষ্টা আমরা অনেক দেখেছি। কেউ বলবে, ‘এটা তো দুর্ঘটনা ছিল’, ‘যান্ত্রিক ত্রুটির কারণে এমন হয়েছে’ ইত্যাদি। কিন্তু প্রশ্ন হচ্ছে—
এমন স্পর্শকাতর শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় কেন প্রশিক্ষণ বিমান উড়ছিল?
এতগুলো স্কুল-কলেজের উপর দিয়ে উড্ডয়নের ফ্লাইট পাথ কে নির্ধারণ করল?
যেই বিমান উড্ডয়নের ১২ মিনিটের মধ্যে ভেঙে পড়লো, সেই বিমান পরীক্ষা-নিরীক্ষার দায়িত্বে কারা ছিলেন?
কোন পদ্ধতিতে, কতটুকু নিশ্চিত হয়ে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছিল?

এসব প্রশ্নের দায় সরকারের প্রতিটি সংস্থার ওপর বর্তায়। অথচ আমরা দেখি, দায় স্বীকার করার বদলে চলে ‘তদন্ত কমিটি’ আর ‘শোকবার্তা’র আনুষ্ঠানিকতা।

একটি জাতির ব্যর্থতা
মা-বাবা যে শিশুকে বুকের ধন করে বড় করে, প্রতিদিন স্কুলে পাঠায় একটি সোনালী ভবিষ্যতের স্বপ্নে, সেই সন্তান আর ঘরে ফেরে না! এটা কেবল একটি দুর্ঘটনা নয়; নয় শুধু যান্ত্রিক ত্রুটির ধুম্রজাল তৈরি। এটি একটি রাষ্ট্রীয় ব্যর্থতা, একটি জাতির ব্যর্থতা। কেননা, যেখানে শিশু নিরাপদ নয়, সেখানে সভ্যতার দাবি করা নিছক প্রহসন।

দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের কাছেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।” (সহিহ বুখারি, হাদিস, ২৫৫৪)।

সুতরাং দায়িত্বশীল পর্যায়ে যারা রয়েছেন, তারা আল্লাহকে ভয় করে দায়িত্বশীলতার পরিচয় দিন। আহত নিহতের সঠিক সংখ্যা জাতির সামনে প্রকাশ করুন। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তপূর্বক দুর্ঘটনার কারণ  উল্লেখ করুন। ঘটনার সাথে কোন রাঘব বোয়ালের সম্পৃক্ততা থাকলে (হোক সেটা ব্যক্তি ,প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্র) সেটাও নির্ভয়ে জাতির সামনে তুলে ধরুন। ঘটনার সাথে সংশ্লিষ্ট সকল পক্ষকে জবাবদিহিতার মুখোমুখি করুন। এতগুলো নিষ্পাপ শিশুর ক্ষতবিক্ষত দেহ নিয়ে রাজনীতি কিংবা অপরাজনীতি করার অধিকার কারো নেই ।

আত্মজিজ্ঞাসার সময় এখনই
এই ঘটনার পর কেবল বক্তৃতা-বিবৃতি,শোকপ্রকাশ আর নীরবতা পালন যথেষ্ট নয়। এখন সময় আত্মজিজ্ঞাসার। এখন সময় প্রশ্ন তোলার—শুধু পরিবার নয়, রাষ্ট্রও কি তাদের রক্ষা করতে ব্যর্থ হলো না? রাষ্ট্রপক্ষকে এর জবাবদিহি করতে হবে।

এখন সময় সাহসের সাথে দাঁড়ানোর, দাবি তোলার—আমাদের সন্তানদের জন্য নিরাপদ আকাশ, নিরাপদ আকাশপথ ও নিরাপদ শিক্ষাঙ্গন চাই। আমরা আমাদের সন্তানদের নিরাপদ জীবন চাই।

এই পৃথিবীতে সবকিছুই যদি “দুর্ঘটনার” দোহাই দিয়ে উড়িয়ে দেওয়া হয়, তবে জবাবদিহিতা থাকবে কাদের কাছে? আর যদি এই দায় আমরা এড়িয়ে যাই, তবে কালকে যে আমাদের সন্তান বিপর্যস্ত হবে না-তার কি গ্যারান্টি আছে?

লেখক: ফারেগ, জামিয়া রাহমানিয়া আজিজিয়া 
শিক্ষার্থী, এশিয়ান ইউনিভার্সিটি, বাংলাদেশ

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ