বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৮ রজব ১৪৪৭

শিরোনাম :
পাক সেনাবাহিনীকে দায়িত্বশীল ও পরিমিত ভাষা ব্যবহারের আহ্বান জানাল আফগানিস্তান ইত্তিহাদুল উলামা বাড্ডার উদ্যোগে ঐতিহাসিক সীরাত মাহফিল ৯ জানুয়ারি আফগানিস্তানের সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ তুর্কি কোম্পানিগুলোর  শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের খতমে বুখারী ও দোয়া মাহফিল ১২ জানুয়ারি শীতে কেন উপকারী খেজুর গুড় জকসু নির্বাচনে চার কেন্দ্রের শীর্ষ তিন পদে এগিয়ে শিবির জেলা দায়িত্বশীলদের প্রতি জমিয়তের একগুচ্ছ নির্দেশনা ‘জামায়াত আমিরের বক্তব্য অজ্ঞতার শামিল, তওবা করা উচিত’ গণভোটের প্রচারে যুক্ত করা হচ্ছে ইমামসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে  বাংলাদেশি সন্দেহে ভারতে ৮ মুসলিমকে মারধর

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেতে ৪২ জনের আপিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ সংক্রান্ত বিষয়ে প্রথম দিনে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ৪২ জন প্রার্থী। এর মধ্যে একটি আপিল আবেদন এসেছে বৈধ প্রার্থীর মনোনয়নের বিরুদ্ধে, আর ৪১টি আপিল আবেদন পড়েছে প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য।

সোমবার (৫ জানুয়ারি) আপিল দায়েরের সময় শেষে ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রংপুর অঞ্চলে তিনটি, রাজশাহী অঞ্চলে পাঁচটি, খুলনা অঞ্চলে তিনটি, বরিশাল অঞ্চলে একটি, ময়মনসিংহ অঞ্চলে একটি, ঢাকা অঞ্চলে ১৫টি, ফরিদপুর অঞ্চলে সাতটি, কুমিল্লা অঞ্চলে পাঁচটি এবং চট্টগ্রাম অঞ্চলে দুটি আবেদন জমা পড়েছে। এদিকে কুমিল্লা অঞ্চলে একজন বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল করা হয়েছে।

জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের একে একরামুজ্জামানের প্রার্থিতা বাতিলের আবেদন করেছেন বিএনপির প্রার্থী এমএ হান্নান। একরামুজ্জামান নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে পরাজিত হন। তবে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে জয় পান।

আবেদনকারীদের মধ্যে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাও এসেছিলেন। এছাড়া বগুড়া-৪ আসনে আম-জনতার দলের প্রার্থী হিরো আলম আবেদন জানাতে এলে তাকে আদালতে যেতে বলেছে ইসি। হিরো আলম পর্যাপ্ত ‘সময় না পাওয়ায়’ মনোনয়নপত্র দাখিল করতে পারেননি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল ৩ হাজার ৪০৬টি। মনোনয়নপত্র জমা পড়েছিল ২ হাজার ৫৬৮টি। বাছাইয়ে বৈধ হয়েছে ১ হাজার ৮৪২টি। আর বাতিল হয়েছে ৭২৩টি মনোনয়নপত্র।

সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে ঢাকা অঞ্চলে, ১৩৩টি। সবচেয়ে কম বাতিল হয়েছে বরিশাল অঞ্চলে, ৩১টি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ