পাকিস্তানের জমিয়ত উলামায়ে ইসলাম (জেআইউআই-এফ)-এর প্রধান মাওলানা ফজলুর রহমান ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে গিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সোমবার (৫ জানুয়ারি) মাওলানা ফজলুর রহমান বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (পলিটিক্যাল) ও চার্জ দ্য অ্যাফেয়ার্স মিস ইশরাত জাহানের সঙ্গে সাক্ষাৎ করেন। জেআইউআই-এর মুখপাত্র আসলাম ঘৌরি এই তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে মাওলানা ফজলুর রহমান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ সরকার, শোকসন্তপ্ত পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও ফাতেহা পাঠ করেন।
এ সময় মাওলানা ফজলুর রহমান মুসলিম উম্মাহর স্বার্থ রক্ষা এবং দুই দেশের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে বেগম জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আরএইচ/