বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৮ রজব ১৪৪৭

শিরোনাম :
ইত্তিহাদুল উলামা বাড্ডার উদ্যোগে ঐতিহাসিক সীরাত মাহফিল ৯ জানুয়ারি আফগানিস্তানের সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ তুর্কি কোম্পানিগুলোর  শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের খতমে বুখারী ও দোয়া মাহফিল ১২ জানুয়ারি শীতে কেন উপকারী খেজুর গুড় জকসু নির্বাচনে চার কেন্দ্রের শীর্ষ তিন পদে এগিয়ে শিবির জেলা দায়িত্বশীলদের প্রতি জমিয়তের একগুচ্ছ নির্দেশনা ‘জামায়াত আমিরের বক্তব্য অজ্ঞতার শামিল, তওবা করা উচিত’ গণভোটের প্রচারে যুক্ত করা হচ্ছে ইমামসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে  বাংলাদেশি সন্দেহে ভারতে ৮ মুসলিমকে মারধর নেপালে মসজিদ ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা, কারফিউ জারি

শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

তিনি জানান, যাদের এনআইডি (জাতীয় পরিচয়পত্র) লক করা আছে, তারা প্রবাসে বসে বা দেশে থেকেও ভোট দিতে পারবেন না।

গত এপ্রিলেই ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নির্দেশনায় শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করা হয়। তাদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রুপন্তি, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক এবং মেয়ে বুশরা সিদ্দিক।

ইসি সচিব বলেন, “সংসদ নির্বাচনে ইন-কান্ট্রি ও আউট-অব-কান্ট্রি ভোটের ব্যবস্থা থাকবে। প্রবাসীরা অনলাইনে নিবন্ধন করলে ভোট দিতে পারবেন। তবে এর জন্য এনআইডি বাধ্যতামূলক। যাদের এনআইডি লক, তারা নিবন্ধনই করতে পারবেন না।”

তিনি আরও বলেন, মামলা কিংবা অন্য কারণে যারা বিদেশে আছেন, তাদের ভোট দেওয়ায় কোনো সমস্যা হবে না—যদি তাদের এনআইডি আনলক থাকে। কিন্তু লক অবস্থায় থাকলে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ও তার মন্ত্রী-এমপিরা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও বিভিন্ন দেশে আশ্রয় নেন। পরে সরকার দলীয় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করে। তবে দেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীরা ভোট দেওয়ার অধিকার বজায় রেখেছেন। কিন্তু যাদের এনআইডি লক আছে, বিশেষ করে যারা বিদেশে রয়েছেন, তারা ভোট দিতে পারবেন না।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ