বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭


বুড়িগঙ্গায় হাত বাঁধা অবস্থায় নারী-পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর বুড়িগঙ্গা নদী থেকে হাত বাঁধা অবস্থায় এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের বরিশুর খেয়াঘাট এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ভাসমান অবস্থায় লাশ দুটি দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে বরিশুর নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, লাশ দুটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত পুরুষের বয়স আনুমানিক ৪০ বছর এবং নারীর বয়স প্রায় ৩০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ২–৩ দিন আগে তাদের মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় পানিতে থাকায় লাশ ফুলে যাওয়ায় মুখমণ্ডল চেনা যাচ্ছে না।

লাশ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পাশাপাশি পরিচয় শনাক্ত করতে ফরেনসিক দলকে অবহিত করা হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ