বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

শাপলা স্মৃতি সংসদের বৈঠকে শহীদ পরিবারের পুনর্বাসনের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাপলা স্মৃতি সংসদের নির্বাহী কমিটির বৈঠক রোববার (২৭ জুলাই) বাদ জোহর অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১৩ সালের নবী করিম সা.কে অবমাননার প্রতিবাদে শাপলা চত্বরকেন্দ্রিক আন্দোলন এবং ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে শাহাদাতবরণকারী শহীদ পরিবারের পুনর্বাসন কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় বলা হয়, শহীদদের পরিবারের প্রতি সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা থেকে সংসদ আগামী দিনে পুনর্বাসন, মানবিক সহায়তা, শিক্ষা ও চিকিৎসাসেবামূলক উদ্যোগ গ্রহণ করবে। এজন্য একটি আলাদা পুনর্বাসন তহবিল গঠনের প্রাথমিক সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

এছাড়া, আগামী ৩০ আগস্ট ২০২৫, শনিবার, ঢাকায় আয়োজন করা হবে ‘শাপলা অংশীজন সম্মাননা ও সম্মেলনী ২০২৫’।

অনুষ্ঠানে শাপলা আন্দোলন ও পরবর্তিতে বিভিন্নভাবে যারা ভূমিকা রেখেছেন তাদের সম্মাননা প্রদান করা হবে। উক্ত আয়োজন বাস্তবায়নে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে, যা অনুষ্ঠানটির পরিকল্পনা ও সম্পাদনার দায়িত্ব পালন করবে।

শাপলা স্মৃতি সংসদ মনে করে— এই শহীদরা দেশ, ধর্ম ও মানবিক মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গ করেছেন। তাদের স্মৃতি রক্ষা এবং পরিবারগুলোর পাশে দাঁড়ানো জাতির সম্মিলিত দায়িত্ব।

শাপলা স্মৃতি সংসদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মুসা আল হাফিজ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা মোর্তজা হাসান ফয়জি মাসুম, মাওলানা আবুল হাসানাত জালালী ও মাওলানা আলী হাসান তৈয়ব।

এছাড়াও উপস্থিত ছিলেন, নির্বাহী পরিষদের সদস্য মাওলানা হাসান জুনাইদ, মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা সাইদ আহমদ, মাওলানা এহসানুল হক, মাওলানা আদনান মাস‌উদ, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকী, মাওলানা জাকির হুসাইন, মাওলানা সালাহউদ্দিন মাস‌উদ, মাওলানা হাবীবুল্লাহ সিরাজ, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান সাগর, মাওলানা ফাতীহ সুলাইমান, মাওলানা আরিফুর রহমান, মুহাম্মাদ কামাল উদ্দীন, আশরাফুল ইসলাম সাদ ও ইমাম হুসাইন ইলাত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ