রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন

‘গুরুতর অপরাধ বাড়েনি, পরিস্থিতি নিয়ন্ত্রণে’ — প্রেস উইং


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দেশে চলতি বছর গুরুতর অপরাধের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে—এমন কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন জনমনে বিভ্রান্তি ও নিরাপত্তাহীনতা তৈরি করছে বলে মন্তব্য করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তবে সরকার বলছে, বাস্তবচিত্র ভিন্ন।

সোমবার (১৪ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রেস উইং জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সরকারি পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, বড় ধরনের সহিংস অপরাধের হার স্থিতিশীল রয়েছে। বাস্তবে, অধিকাংশ গুরুতর অপরাধের হার অপরিবর্তিত বা কিছু ক্ষেত্রে কমতির দিকেই।

পুলিশ সদর দপ্তর থেকে প্রাপ্ত তথ্য উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ১০ মাসে খুন, ডাকাতি, অপহরণ ও সশস্ত্র সংঘর্ষের মতো অপরাধে উল্লেখযোগ্য কোনো বৃদ্ধি লক্ষ্য করা যায়নি। যদিও কিছু নির্দিষ্ট অপরাধ প্রবণতায় সামান্য ঊর্ধ্বগতি রয়েছে, তবে তা সামগ্রিক পরিস্থিতিকে অস্থিতিশীল বলে দাবি করার মতো নয়।

বিবৃতিতে আরও বলা হয়,

“অপরাধবিষয়ক সংবাদের ক্ষেত্রে নির্ভরযোগ্য পরিসংখ্যান এবং বাস্তব প্রেক্ষাপট উপস্থাপন জরুরি। একক বা বিচ্ছিন্ন ঘটনার ভিত্তিতে গুজব বা আতঙ্ক ছড়ানো দেশবাসীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।”

প্রেস উইং জনগণের প্রতি আইনের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেছে,

“দেশের আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সকলকে সতর্ক থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ