রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন

জরুরি অবস্থা ঘোষণা ও প্রধান বিচারপতি নিয়োগে ঐকমত্য: আলী রীয়াজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশে জরুরি অবস্থা ঘোষণা এবং প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রোববার (১৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের সংলাপের ১২তম দিনের আলোচনা শেষে তিনি এ কথা জানান।

আলী রীয়াজ বলেন, “আজকের বৈঠকে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে, সংবিধানে থাকা ৯৫ অনুচ্ছেদ এবং রাষ্ট্রপতির মাধ্যমে আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি সংশোধনে নীতিগতভাবে একমত হয়েছিল। আজকের বৈঠকে আরও তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য হয়েছে।”

তিনি বলেন, “আপিল বিভাগ থেকে জ্যেষ্ঠ বিচারপতিকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেবেন। যদি কোনো রাজনৈতিক দল বা জোট নির্বাচনে ইশতেহার দিয়ে জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা আপিল বিভাগের জ্যেষ্ঠতম দুজন বিচারপতি থেকে একজনকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করার প্রস্তাব করতে পারবে। তবে, ৯২ অনুচ্ছেদ অনুযায়ী যদি কোনো বিচারকের বিরুদ্ধে তদন্ত চলমান থাকে, তবে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।”

জরুরি অবস্থার বিষয়ে তিনি আরও জানান, কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলো ১৪১ (ক) এবং রাজনৈতিক উদ্দেশ্যে জাতীয় জরুরি অবস্থা ব্যবহারের বিরুদ্ধে একমত হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ