বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেওয়ায় কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে

আগামী জুলাইয়ে ‘জুলাই সনদ’ উপস্থাপন করা হবে: প্রধান উপদেষ্টা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী জুলাই মাসেই সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি ঐতিহাসিক ‘জুলাই সনদ’ জাতির সামনে উপস্থাপন করা হবে।

শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

ড. ইউনূস বলেন, “জুলাই গণজাগরণে অংশগ্রহণকারী ছাত্রসমাজ যে ঘোষণাপত্র দেওয়ার কথা বলেছিল, তারা আমাকে তাতে আমন্ত্রণ জানিয়েছিল। আমি তাদের বলেছিলাম, দেশের রাজনৈতিক নেতৃত্ব, নাগরিক সমাজসহ সবার সম্মিলিত মতামতের ভিত্তিতেই একটি পূর্ণাঙ্গ সনদ প্রস্তুত করা উচিত।”

তিনি বলেন, “এই ‘জুলাই সনদ’ হবে একটি সম্মিলিত প্রতিশ্রুতি। এতে সংস্কার কমিশনের প্রস্তাবিত বিভিন্ন সংস্কারের মধ্যে যেগুলোতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, তা তালিকাভুক্ত থাকবে। দলগুলো এই সনদে স্বাক্ষর করে সেসব বাস্তবায়নের অঙ্গীকার জানাবে।”

প্রধান উপদেষ্টা বলেন, “আমরা জুলাই সনদের আওতায় জরুরি সংস্কারগুলোর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও বেশকিছু অতিরিক্ত উদ্যোগের সূচনা করবো, যা পরবর্তী নির্বাচিত সরকার পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করবে।”

তিনি আরও বলেন, “প্রাতিষ্ঠানিক সংস্কারে আমাদের প্রতিশ্রুতি দৃঢ়। জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার বিকল্প নেই। এর মাধ্যমে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের একটি নতুন, শক্তিশালী ও সংহত ভাবমূর্তি গড়ে উঠবে।”

‘ঐকমত্য কমিশন’ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “এটি আমাদের রাজনৈতিক ইতিহাসে একটি সাহসী উদ্যোগ। বিশ্বের আর কোথাও এ রকম প্রয়াসের নজির নেই। দেশের সকল রাজনৈতিক দলের আন্তরিক অংশগ্রহণ, দীর্ঘ আলোচনায় তাদের নিষ্ঠা ও লাইভ সম্প্রচারের মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছার প্রক্রিয়া ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”

তিনি বলেন, “কমিশনের চেয়ারম্যান হিসেবে আমি রাজনৈতিক দলগুলোর সহনশীলতা, সহযোগিতা ও সৌজন্যের জন্য জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আশা করি, অসমাপ্ত কাজ সম্পন্ন করে শিগগিরই আমরা ‘জুলাই সনদ’ জাতির সামনে উপস্থাপন করতে পারব, যা ভবিষ্যতের পথনির্দেশনা হিসেবে কাজ করবে।”

ভবিষ্যতের রাজনৈতিক প্রেক্ষাপটে এই সনদের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, “এই অভিজ্ঞতার আলোকে আমরা একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির দিকে অগ্রসর হচ্ছি। যদি নির্বাচনের মাধ্যমে এই সংস্কৃতি স্থায়িত্ব পায়, তাহলে আমরা ভবিষ্যতের যেকোনো রাজনৈতিক সঙ্কট সফলভাবে মোকাবিলা করতে পারব।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ