বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা

ঈদের সকালে জাতীয় মসজিদে মুসল্লির ঢল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আযহার বরকতময় সকাল। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হলো ঈদের প্রথম জামাত। সকাল ৭টায় শুরু হওয়া এই জামাতে রাজধানীর সর্বস্তরের মুসল্লিদের ঢলে মুখর হয়ে ওঠে আল্লাহর ঘর।

নামাজে ইমামতি করেন দেশের খ্যাতনামা আলেম, যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী।
মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম হজরত মাওলানা মো. আব্দুল হাদী।

সূর্যোদয়ের পূর্ব মুহূর্ত থেকেই মুসল্লিরা বায়তুল মোকাররমের দিকে ছুটে আসেন ঈমানি টানে। সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ মসজিদের ভেতর ও বাইরের প্রাঙ্গণ পরিপূর্ণ হয়ে যায়। অনেকে সড়কের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করেন।

নামাজ শেষে ইমাম মুনাজাতে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও ঐক্য কামনা করেন। হৃদয়ছোঁয়া এই মোনাজাতে অশ্রুসিক্ত হয়ে পড়ে অনেক মুসল্লির চোখ।

নামাজ শেষে মুসল্লিদের মধ্যে দেখা যায় ভ্রাতৃত্বের অনুপম দৃশ্য—একজন আরেকজনের সঙ্গে কোলাকুলি করছেন, ঈদের মোবারকবাদ জানাচ্ছেন এবং দোয়া কামনা করছেন।

এ বছরও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের মোট ৫টি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী বাকি জামাতগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে।

প্রতিবছরের মতো এবারও জাতীয় মসজিদের ঈদ জামাতে ইসলামিক ঐক্য, তাকওয়া এবং ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয় মুসল্লিদের অন্তর।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ