বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ।। ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২ জিলহজ ১৪৪৬

শিরোনাম :
সিরীয়ার উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলো ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গা সংকট নিরসনে সাসাকাওয়ার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ জাতীয় মুফতী বোর্ডের মতবিনিময় অনুষ্ঠিত আবরার ফাহাদকে হত্যা বৈধ ছিল : ছাত্র ইউনিয়ন নেতা ফিলিস্তিনের গাজায় যুদ্ধাপরাধ হচ্ছে: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ‘ভারতের দালালরা ছোবল মারতে দেশের মধ্যেেই ঘাঁপটি মেরে আছে’ হেফাজতের মামলা সংখ্যা ৪৪টি নয়, ২২০টি কাজী নজরুল বাংলার সার্বজনীন কবি: অভিনেতা আবদুল আজিজ বাংলাদেশের আকাশে জিলহজের চাঁদ, ঈদুল আজহা ৭ জুন শাপলার গণহত্যার সমর্থক শাহবাগীদেরও বিচার করতে হবে: হেফাজতে ইসলাম

সত্যিই কি নতুন নোটে মসজিদ বাদ দিয়ে মন্দির যুক্ত হচ্ছে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশেষ প্রতিনিধি

২০ টাকার নতুন নোটে মসজিদ বাদ দিয়ে মন্দির যুক্ত করা হয়েছে বলে প্রচারণা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নতুন নোটের একটি ছবি ফেসবুকে শেয়ার করে অনেকে ক্ষোভ প্রকাশ করছেন। কিন্তু বাংলাদেশ ব্যাংকে খোঁজ নিয়ে জানা গেছে, যে নোট ফেসবুকে ভেসে বেড়াচ্ছে সেটা ভুয়া। নতুন নোট প্রকাশের আগে কোনো ছবি বাইরে প্রকাশের সুযোগ কম বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

সম্প্রতি ২০ টাকার একটি নোটের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যার এক পিঠে ষাট গম্বুজ মসজিদের পরিবর্তে কান্তজিউ মন্দিরের ছবি দেখা গেছে। অনেকেই এটিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বলে প্রশংসা করছেন। আবার অনেকেই মসজিদের পরিবর্তে মন্দিরের ছবি দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব নোটের ছবি ছড়িয়ে পড়েছে সেগুলো সত্য নয়। প্রকাশের আগে নোটের ডিজাইনের বিষয় খুব কঠোরভাবে গোপনীয়তা রক্ষা করা হয়। যখন বাজারে আসবে সবাই দেখতে পাবেন।

এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, ঈদুল আজহাতে বাজারে আসবে নতুন টাকা। এ লক্ষ্যে ইতোমধ্যে নতুন টাকা ছাপানোও শুরু হয়েছে। নতুন টাকায় থাকছে না কোনো ব্যক্তির ছবি।

গভর্নর বলেন, নতুন নোটে থাকবে দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। ঈদে বাজারে প্রথমে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট আসবে।

টাকশাল সূত্রে জানা গেছে, ২০ টাকার নোট ছাপা প্রায় সম্পন্ন। আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে। এর পরে ৫০ ও ১০০০ টাকার নোট বাংলাদেশ ব্যাংককে বুঝিয়ে দেবে টাঁকশাল। এরপর কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেবে এই টাকা কবে বাজারে আসবে।

সূত্র জানিয়েছে, নতুন যে নোট ছাপা হচ্ছে সেখানে ২০০ টাকার নোটে মন্দিরের ছবি থাকতে পারে। তবে ২০ টাকার নোটে মন্দিরের ছবি থাকার সম্ভাবনা নেই। 

সূত্র মতে, ৫ টাকায় থাকবে ‘জুলাই বিপ্লবের’ গ্রফিতি সংবলিত ছবি, ১০ টাকায় থাকবে তারুণ্যের ঐক্যের প্রতীক এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ছবি। ১০০ টাকায় থাকবে ইউনেস্কোর স্বীকৃত সুন্দরবনের চিত্রা হরিণ ও বাঘের চিত্র, যা সাবেক সরকারের বিদায়ের পর নোট রূপান্তরের প্রতীক। ২০০ টাকায় ধর্মীয় বৈচিত্র্যের প্রতীক হিসেবে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা থাকবে, আর ৫০০ টাকায় থাকছে ঐতিহাসিক আহসান মঞ্জিলের ছবি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ