সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক ইবনে শাইখুল হাদিসের সঙ্গে নাহিদ ইসলামের দুই ঘণ্টার বৈঠক জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

লুটেরা টাকা দিয়ে গঠন করা হবে দরিদ্রদের জন্য ফান্ড: গভর্নর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংক খাত ও দুর্নীতির মাধ্যমে যেসব ব্যক্তি দেশের অর্থ বিদেশে পাচার করেছেন, তাদের সম্পদ জব্দ করা হয়েছে। এই জব্দকৃত সম্পদ ব্যবহারের জন্য একটি ম্যানেজমেন্ট বোর্ড গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সম্পদ দিয়ে জনকল্যাণমূলক কাজ ও ব্যাংকে ফেরত দেওয়া হবে।

সোমবার (১৯ মে) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

গভর্নর আরও বলেন, "দেশের ব্যাংক খাত থেকে লুটপাটের মাধ্যমে অনেকে টাকা পাচার করেছে, আবার দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা সেগুলি পাচার করা হয়েছে। এদের কিছু সম্পদ দেশে জব্দ করা হয়েছে। এসব সম্পদের ব্যবহারের জন্য একটি ম্যানেজমেন্ট ফান্ড গঠন করা হয়েছে।"

তিনি জানান, "যেসব অর্থ ব্যাংক খাত থেকে জব্দ করা হয়েছে তা বিক্রি করে ব্যাংকগুলোকে দেওয়া হবে, আর যেসব অর্থ দুর্নীতির মাধ্যমে অর্জিত হয়েছে, তা জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হবে। সবকিছু আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে।"


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ