সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

পাকিস্তানিদের জন্য ই-ভিসা চালুর  কাজ করছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তানিদের জন্য ভিসা প্রাপ্তির প্রক্রিয়াকে সহজতর করার লক্ষ্যে ই-ভিসা চালুর কাজ শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে ভ্রমণ করতে ইচ্ছুক পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা প্রাপ্তি প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে।

শুক্রবার (১৬ মে) লাহোরের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন এ তথ্য প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, এই পদক্ষেপটি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সাংস্কৃতিক বিনিময়ের উন্নয়নে সহায়ক হবে।

রাষ্ট্রদূত মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, "বর্তমান সরকারের লক্ষ্য হলো দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করা।" তিনি আরও জানান, ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত বৈঠকের মাধ্যমে নতুন সুযোগের সন্ধান এবং বাণিজ্য বিষয়ক গভীর বোঝাপড়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের নারিকেল ও কয়লা এবং পাকিস্তানের চামড়া, মাংস, চাল, চিনি, মাছ ও কয়লাসহ বিভিন্ন খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও উন্নত করার জন্য সরাসরি বিমান যোগাযোগ এবং সামুদ্রিক পথ তৈরির বিষয়েও চিন্তা-ভাবনা চলছে। এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন ঘটবে এবং উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ