মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
প্রতারণা করে অর্থ আদায়: ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় ‘বিশ্ব আল-কুদস সপ্তাহ’ শুরু অভিযানে বিএনপি নেতার মৃত্যু নিয়ে যা বলছে সেনাবাহিনী মজুদকারীদের উদ্দেশে মাওলানা আজহারীর কড়া বার্তা পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস শায়খ আহমাদুল্লাহর পরামর্শে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণ চালু করছে সরকার বাংলাদেশি আলেমের হাতে অন্তিম মুহূর্তে হাসপাতালে কোরিয়ান বৃদ্ধের ইসলাম গ্রহণ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে: প্রধান উপদেষ্টা

নতুন সময়সূচিতে চলবে ১০টি আন্তঃনগর ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম থেকে সুবর্ণ এক্সপ্রেস ও সোনার বাংলাসহ ১০টি আন্তঃনগর ট্রেনের সময়সূচি পরিবর্তন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (১০ মার্চ) থেকে নতুন সূচি অনুযায়ী ট্রেনগুলো চলাচল শুরু করেছে।

রেলওয়ে পূর্বাঞ্চল সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস সকাল ৭টায় ছেড়ে গেছে, আর ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে বিকেল সাড়ে ৪টায়। চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে বিকেল সোয়া ৫টায় ছাড়বে এবং চাঁদপুর থেকে আগের মতোই ভোর ৫টায় চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে।

জামালপুরের তারাকান্দি থেকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস বিকেল সাড়ে ৫টায় ছাড়বে, আর বিজয় এক্সপ্রেস জামালপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে রাত ৮টায় যাত্রা করবে। অন্যদিকে, কক্সবাজার এক্সপ্রেস দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছাড়বে রাত ১১টায়।

পর্যটকদের সুবিধার্থে কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস সন্ধ্যা পৌনে ৮টায় ছেড়ে যাবে। সিলেট থেকে ঢাকার উদ্দেশে বিকেল ৪টায় পারাবত এক্সপ্রেস এবং রাত পৌনে ১০টায় উদয়ন এক্সপ্রেস যাত্রা করবে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস বিকেল ৫টায় ছাড়বে, আর ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে সকাল ৭টায়।

ঢাকা থেকে টাঙ্গাইলের ভুঞাপুরগামী জামালপুর এক্সপ্রেস নতুন সূচি অনুযায়ী বিকেল সোয়া ৫টায় ছাড়বে। চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সকাল ৬টায় ঢাকার উদ্দেশে রওনা দেবে, আর ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছাড়বে দুপুর সোয়া ২টায়।

এছাড়া, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস সকাল ১০টা ২০ মিনিটে এবং সৈকত এক্সপ্রেস রাত ৮টায় ছেড়ে যাবে। মহানগর গোধূলী বিকেল ৩টায়, মহানগর এক্সপ্রেস দুপুর সাড়ে ১২টায় এবং তূর্ণা নিশীথা রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওপিএস) মো. শহিদুল ইসলাম ট্রেনগুলোর সময়সূচি পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ