শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর ইন্তেকালে জমিয়তের গভীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দলের সহসভাপতি, প্রবীণ আলেমে দ্বীন, বর্ষীয়ান মুরব্বি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী রহ.-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। 

শনিবার (২৯ নভেম্বর) দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এক যৌথ শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন।

তারা শোকবার্তায় বলেন,মাওলানা কুদ্দুস কাসেমী রহ. ছিলেন একজন প্রজ্ঞাবান, দূরদর্শী ও খাঁটি আহলে হক আলেম। জমিয়তের আদর্শ বাস্তবায়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে আমরা একজন অভিভাবক হারালাম।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার, ছাত্র ও অনুসারীদেরকে ধৈর্য ধারণের তাওফিক দেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ