শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


খেলাফত মজলিস চাটখিল উপজেলা সাধারণ সম্পাদকের ইন্তেকাল, শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিস নোয়াখালী চাটখিল উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল্লাহ শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। কর্মজীবনে তিনি একটি জামে মসজিদের খতিব ও দাখিল মাদরাসার সহ-সুপার হিসেবে দায়িত্বপালন করেছেন।

শুক্রবার রাত ৮টায় চাটখিল নোয়খলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের বাড়ীতে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় শরিক হন খেলাফত মজলিস নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোরশেদ আলম মাসুমসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এবং মরহুমের আত্মীয়স্বজন ও এলাকাবাসী।

হাফেজ মাওলানা শহিদুল্লাহর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। নেতৃবৃন্দ মরহুমের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন। তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর কর্মতৎপরতা মহান আল্লাহ কবুল করুন।

খেলাফত মজলিস চাটখিল উপজেলা সাধারণ সম্পাদকের ইন্তেকালে আরো শোক প্রকাশ করেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নোয়াখালী জেলা সভাপতি মাওলানা শামসুদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মোরশেদ আলম মাসুম, চাটখিল উপজেলা সভাপতি মাওলানা মোস্তফা কামাল।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ