শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭


কেন্দ্রীয় নির্বাহী সদস্যের মায়ের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ ভূঁইয়ার মা ও নয়াটোলা এ.ইউ.এন কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শফি উদ্দিন ভুঁইয়া রহ.-এর স্ত্রী সাদেকা বেগম শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫:৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ৫ ছেলে, ৪ মেয়ে সহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। আজ বাদ আসর মগবাজার-মধুবাগ নয়াটোলা কামিল মাদরাসা মসজিদে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। 

উল্লেখ্য, মরহুমার সন্তানদের মধ্যে একজন ইসলামী যুব মজলিস সহ-সভাপতি ও অন্যজন জাতীয় শিশু কিশোর সংগঠন অংকুর উপদেষ্টা পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

মরহুমা সাদেকা বেগমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। প্রদত্ত শোকবাণীতে নেতৃদ্বয় মহান আল্লাহর দরবারে মরহুমার জন্য মাগফিরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃদ্বয় আরো বলেন, মরহুমা তাঁর সন্তান-সন্তুতিকে দ্বীনের পথে গড়ে তুলতে সচেষ্ট ছিলেন। আল্লাহ তাঁর মেহনত কবুল করুন।

মরহুমা সাদেকা বেগমের ইন্তেকালে আরো শোক ও সমবেনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী জোন পরিচালক অধ্যাপক আব্দুল জলিল, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক ও সাধারণ সম্পাদক আবুল হোসেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ