শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :

আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকাল একটা যুগের অবসান : মাহফুজ আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের শীর্ষ আলেম আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি বলেছেন, ‘আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকাল একটা যুগের অবসান।’

শুক্রবার (২ মে) দিবাগত রাতে ফেসবুকের এক পোস্টে এ মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, ‘আমাদের কৈশোরে ও তারুণ্যে আরবি ভাষা ও সাহিত্য নিয়ে আবুল হাসান আলী নদভীর সাথে সাথে উনাকে ও অনুসরণীয় মনে করতাম।
উনি আলি মিয়া থেকে জ্ঞানের স্বাদ (যওক) পেয়েছেন এবং সে স্বাদ সফলভাবে এ দেশে বিতরণ করে গেছেন। আল্লাহ তার কবরকে আলোকিত করুন।’
বাংলাদেশ নিয়ে আকাঙ্ক্ষা ব্যক্ত করে তিনি আরো লিখেছেন, ‘বাংলাদেশে আমাদের স্বপ্ন বহুভাষিকতা এবং বহু-সংস্কৃতির চাষবাস। বিভিন্ন সভ্যতা ও সংস্কৃতির মিলনক্ষেত্র বঙ্গীয় বদ্বীপ ও বঙ্গোপসাগরীয় অঞ্চলে যেন পরস্পরে দায় ও দরদের সমাজ প্রতিষ্ঠিত হয় এবং রাষ্ট্র হিসাবে আমরা যেন গণতন্ত্র ও সবার অধিকারের ক্ষেত্রে এ অঞ্চলে ও সারাবিশ্বে অনুসরণীয় হয়ে উঠতে পারি, এটাই আমাদের আকাঙ্ক্ষা।

আলেমদের উদ্দেশে তিনি লিখেন, ‘বহুভাষা-সংস্কৃতি-মত-পথ স্বীকৃত হোক। বাংলাদেশের আলেমগণ সুলতান যওক নদভীর মতন বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রকে বহিঃবিশ্বে মর্যাদার সাথে তুলে ধরুন।’

প্রসঙ্গত, শুক্রবার (২ মে) দিবাগত রাত ১২টায় বাংলাদেশের শীর্ষ আলেম জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।


সর্বশেষ গত ১৮ এপ্রিল থেকে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ