মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকালে জমিয়তের শোক প্রকাশ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হযরত হাফেজ্জী হুজুর রহ. এর সর্বকনিষ্ঠ সাহেবজাদা, বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান ও জামেয়া নূরিয়া কামরাঙ্গীরচরের প্রিন্সিপাল হাফেজ ক্বারী মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকালে শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। 

আজ শুক্রবার (০৪ এপ্রিল) গণমাধ্যমে প্রেরীত এক শোকবার্তায় দলের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, আমরা মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর রহ. এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। 

বিবৃতিতে তারা মরহুমের জান্নাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। 

এমএইচ/


সম্পর্কিত খবর