শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন

প্রবীণ আলেমেদ্বীন মাওলানা রফিকুর রহমানের জানাজা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের সম্মানিত চেয়ারম্যান, খুলনা দারুল উলুম মাদ্রাসার সাবেক নায়েবে মুহতামিম, বাগমারা মারকাজুল উলুম মাদ্রাসার সদরুল মুহতামিম মাওলানা রফিকুর রহমান’র জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি'২৪) খুলনা নিরালা তাবলীগ মারকাজ মসজিদে বাদ আসর হযরতের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, ইমাম পরিষদের খুলনা জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ সালেহ, খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন হেলাল, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন, মুফতি জিহাদুল ইসলাম, মুফতি আবুল কাশেমসহ অসংখ্য গন্যমান্য ব্যক্তিবর্গ।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর অত্যন্ত প্রিয় ও আত্মত্যাগী ছাত্র যারা ছিলেন তাদের মধ্যে মাওলানা রফিকুর রহমান রহ. এর ছিলেন অন্যতম। তিনি ইন্তেকাল করার আগ পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের চেয়ারম্যান ছিলেন। আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি।

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার সকাল ৭ টা ২৫ মিনিটে এই প্রখ্যাত আলেম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাওলানা রফিকুর রহমানের ১৯৩৯ সালে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার তেলজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ফরিদপুর বাহিরদিয়া মাদ্রাসা, গহরডাঙ্গা মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা অর্জন করে ঢাকার লালবাগ মাদ্রাসা থেকে শিক্ষা জীবন সমাপ্ত করেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য ছাত্র-অনুরাগী রেখে গেছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ