শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

রেমিট্যান্স এসেছে সাত দিনে চার হাজার কোটি টাকা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
আমেরিকান ডলার। ছবি: ইন্টারনেট

১৫৯ কোটি ৯৫ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল আগস্ট মাসে। ১৯৭ কোটি ডলার এর আগের মাস জুলাইয়ে এবং ২১৭ কোটি ডলার এসেছিল জুন মাসে। চলতি সেপ্টেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছে ৩৬ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ (এক ডলার সমান ১০৯.৫০ টাকা ধরে) চার হাজার ৩৮ কোটি টাকারও বেশি। এ চিত্র উঠে আসে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, দেশে চলতি সেপ্টেম্বরের প্রথম ৭ দিনে মোট ৩৬ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলারের প্রবাসী আয় এসেছে। এ সময়ে তিন কোটি বিশ লাখ ৮০ হাজার ডলার রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে, বিশেষায়িত দুই ব্যাংকের এক ব্যাংকে এসেছে ৫৯ লাখ ১০ হাজার ডলার। এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩২ কোটি ৯১ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ৬০ হাজার ডলার।

আরো পড়ুন: বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার নির্বাহী সভা অনুষ্ঠিত

এ সময়ে ৭ ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। ব্যাংকগুলো হলো, রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, উরি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

প্রবাসী বাংলাদেশিরা জুলাই মাসে ১৯৭ কোটি ৩০ লাখ ডলারের (১.৯৭ বিলিয়ন ডলার) রেমিট্যান্স পাঠিয়েছিলেন। বাংলাদেশি মুদ্রায় (এক ডলার সমান ১০৮.৫০ টাকা ধরে) এর পরিমাণ ২১ হাজার ৪০৭ কোটি টাকারও বেশি। যা জুন মাসের তুলনায় রেমিট্যান্সের পরিমাণ কমে ২২ কোটি ৬০ লাখ ডলার। জুনে মাসে দুই শ’ ১৯ কোটি ৯০ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল।

কেএল/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ