ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৮ জন নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত। দেশটির এই মনোভাবের কড়া সমালোচনা করেছেন পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমান।
তিনি বলেছেন, ভারতের আগ্রাসী মনোভাবের জবাবে পুরো জাতি একজোট হয়ে উপযুক্ত জবাব দেবে।
শুক্রবার (২৫ এপ্রিল) মাওলানা ফজলুর রহমান বলেন, জাতীয় নিরাপত্তা কমিটির সিদ্ধান্তকে আমরা সমর্থন করি এবং ওই সিদ্ধান্তে জাতির মনোবল আরও শক্ত হয়েছে।
মাওলানা ফজলুর রহমান আরও বলেন, দেশের প্রতিরক্ষায় পুরো জাতি এক কাতারে রয়েছে। ভারত তাদের ব্যর্থ নিরাপত্তা নীতির দায় পাকিস্তানের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
জমিয়ত সভাপতি বলেন, পুরো জাতি কোনো দ্বিধা ছাড়াই জাতীয় নিরাপত্তা কমিটির অবস্থানের পাশে রয়েছে।
সূত্র: রোজনামায়ে জং।
এমএম/