শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

কাপড় পরার সময় যে দোয়াটি পড়তেন রাসূল (সা.)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামে জীবনের প্রতিটি কাজের শুরুতে আল্লাহর স্মরণ এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের শিক্ষা দেওয়া হয়েছে। এমনকি জামা-কাপড় পরার সময়ও রয়েছে বিশেষ দোয়া, যা একজন মুমিনের দৈনন্দিন জীবনে শালীনতা, কৃতজ্ঞতা এবং সৌন্দর্যবোধ জাগ্রত করে।

হাদিসে এসেছে, পোশাক পরার সময় রাসূলুল্লাহ (সা.) এই দোয়া পড়তেন:

أُلْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي، وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي

উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাজি কাসানি মা উয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি।

অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এমন পোশাক পরিধান করিয়েছেন, যার মাধ্যমে আমি আমার লজ্জাস্থান ঢেকে রাখি এবং যার মাধ্যমে আমি আমার জীবনে সৌন্দর্য লাভ করি।

(তিরমিজি: হাদিস নম্বর ৩৫৬০)

ধর্মীয় বিশেষজ্ঞরা বলছেন, এই দোয়া শুধু পোশাক পরার সময় নয়, বরং একজন মুসলিমের চিন্তা-চেতনায় নম্রতা, কৃতজ্ঞতা এবং পরিশীলিত আচরণের পরিচায়ক। এর মাধ্যমে পোশাক শুধু বাহ্যিক আচ্ছাদন নয়, বরং আল্লাহর দেয়া এক নিয়ামত হিসেবে বিবেচিত হয়।

ইসলামী জীবনব্যবস্থায় জামা-কাপড়কে শুধুই ফ্যাশন বা বিলাসিতা নয়, বরং শালীনতা, ইজ্জত ও আত্মমর্যাদার প্রতীক হিসেবে দেখা হয়। তাই নতুন জামা বা পুরনো জামা যাই হোক না কেন, দোয়ার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা গুরুত্বপূর্ণ।

ইসলামী চিন্তাবিদরা আরও বলেন, ছোট ছোট এ দোয়াগুলো পরিবারে ও শিশুদের মধ্যে শিক্ষা দেওয়া উচিত। এতে করে প্রজন্মের মধ্যে ইসলামী মূল্যবোধ ও শিষ্টাচার সহজে গড়ে উঠবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ