শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

‘তরুণদেরকে ইসলামি জীবনের দিকে আহ্বান করা বড় প্রয়োজন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদুল আজহার তৃতীয় দিন কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা বাজারে অনুষ্ঠিত হলো রেডিয়েন্ট সার্কেলের ব্যতিক্রমী আয়োজন—‘ঈদ আড্ডা ও দ্বীনি আলাপন’। স্থানীয় দারুন নাজাত মাদরাসা প্রাঙ্গণে সোমবার সকাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে অংশ নেন রেডিয়েন্ট সার্কেলের সদস্যসহ বিভিন্ন এলাকার তরুণ ও যুবসমাজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবী ও শিক্ষা অনুরাগী ডা. শামসুল আরিফীন পলাশ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের শুরা সদস্য ও পরিচালক মুফতি উমর ফারুক আশিকী। তরুণ প্রজন্মের মাঝে দ্বীনের সঠিক দিশা ছড়িয়ে দেওয়া এবং গঠনমূলক জীবনযাপনে উদ্বুদ্ধ করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ রইদুল ইসলাম ও মুফতি আব্দুল্লাহ আল ফারুকী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হালসা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু জাফর, ইঞ্জিনিয়ার সোহাগ হোসেন, শিক্ষক মাসুম আহম্মেদ, মুফতি নাজমুস সালিহীন, শিক্ষক বাশার হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী ইয়াসিন আরাফাত ও রেজা আহম্মেদ।

বক্তারা তরুণদের উদ্দেশে দায়িত্বশীলতা, নৈতিকতা ও আত্মশুদ্ধির আহ্বান জানান। তারা বলেন, বর্তমান সময়ে তরুণদেরকে গঠনমূলক চিন্তা ও দ্বীনি বোধসম্পন্ন জীবনের দিকে আহ্বান করাই সবচেয়ে বড় প্রয়োজন।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রেডিয়েন্ট সার্কেলের সদস্য অর্ণ আল ইমতিয়াজ, তারিকুল ইসলাম, জুনায়েদ খাঁন, যুবরাজ, মুনঈম, সাব্বির, আব্দুর রহমান, হোসাইন, আবির, ইফাত, মুহিন, রাফিউলসহ অসংখ্য তরুণ। অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করে এবং ভবিষ্যতে সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার প্রত্যয় জানান।

অনুষ্ঠানের অন্যতম চমক ছিল আমন্ত্রিত যুবকদের মাঝে ইসলামিক বার্তা সম্বলিত টি-শার্ট, প্রাসঙ্গিক বই ও খাবার বিতরণ। পাশাপাশি রেডিয়েন্ট সার্কেলের পক্ষ থেকে হালসা বাজার ও আশপাশের এলাকায় পথচারী ও অসহায়দের মাঝে পানীয় ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

রেডিয়েন্ট সার্কেল একটি অরাজনৈতিক দ্বীনি সংগঠন, যা শিক্ষা, সেবা ও দাওয়াহ—এই তিনটি স্তম্ভকে কেন্দ্র করে পরিচালিত হয়ে আসছে। সংগঠনটি নিয়মিতভাবে দাওয়াহ প্রশিক্ষণ, ক্যাম্পেইন, ইসলামিক মাইন্ড সেশন, রিহ্যাব প্রোগ্রাম ও স্কলারদের মাধ্যমে কাউন্সেলিং কার্যক্রম পরিচালনা করছে। তরুণদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে তারা ফিতনা বিরোধী উদ্যোগ, প্রতিভা বিকাশমূলক প্রোগ্রামসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

‘এসো দাওয়াতের আলো ছড়াই, সত্যের পথে জীবন সাজাই’—এই স্লোগানে মুখরিত ছিল পুরো অনুষ্ঠানস্থল। অনুষ্ঠানের শেষ পর্বে ডা. শামসুল আরিফীন পলাশ সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন, যা উপস্থিত তরুণদের মাঝে আশাবাদ ও প্রেরণার সঞ্চার করে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ