শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১

চট্টগ্রামে ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ মাঠ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ ময়দানে। মাঠের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (৫ জুন) মাঠ পরিদর্শন শেষে মেয়র জানান, ঈদের প্রধান জামাত হবে শনিবার সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়।

প্রায় ৪০ হাজার মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের জন্য মাঠে থাকবে ১৪২টি সিলিং ফ্যান ও ৭০টি স্ট্যান্ড ফ্যান। ছাউনি ও কার্পেটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তায় থাকবে সিসিটিভি ক্যামেরা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষিত সদস্যরা।

মাঠে মুসল্লিদের পানির প্রয়োজন মেটাতে পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখা হয়েছে। অতিরিক্ত পানির জন্য বিশেষ গাড়িও প্রস্তুত রাখা হয়েছে। জামাত শেষে যেন মুসল্লিরা নির্বিঘ্নে বের হতে পারেন, সেজন্য প্রবেশ ও বের হওয়ার পথ আরও প্রশস্ত করা হয়েছে।

চসিকের ব্যবস্থাপনায় নগরীর আরও ৯টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রতিটি জামাত শুরু হবে সকাল সাড়ে ৭টায়। এই জামাতগুলো অনুষ্ঠিত হবে লালদীঘির পাড় চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার চসিক জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকা চসিক জামে মসজিদে। এছাড়া নগরীর বিভিন্ন মসজিদ ও ঈদগাহেও স্থানীয়ভাবে ঈদের জামাতের আয়োজন করা হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ