শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

ইসলামের আলোকে স্বামী স্ত্রীর জীবনাচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহিত ছবি

|| আব্দুল্লাহ আনাস ||

ইসলাম এমন এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানবজীবনের ক্ষুদ্রতম বিষয় থেকে বৃহত্তর জীবনব্যবস্থা পর্যন্ত সবকিছু নিয়ে পরিপূর্ণ দিকনির্দেশনা দিয়েছে। পারিবারিক জীবনে স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্পর্ক, বিশেষত সহবাসের বিষয়টিও ইসলামে গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়েছে।
সহবাস শুধু শারীরিক চাহিদা পূরণের মাধ্যম নয়, বরং এটি দাম্পত্য জীবনের এক মহামূল্যবান অনুষঙ্গ—যার মধ্যে রয়েছে ভালোবাসা, সহানুভূতি, সন্তানের আগমন ও নেক আমলের সুযোগ।


 সহবাসের পূর্ব প্রস্তুতি: নিয়ত ও দোয়া
ইসলামে প্রতিটি কাজের শুরু হয় নিয়ত দিয়ে। সহবাসেরও একটি সঠিক নিয়ত থাকা জরুরি—যেমন:
1. আল্লাহর হুকুম পালন
2. দাম্পত্য সম্পর্ককে দৃঢ় করা
3. সন্তান লাভের নিয়তে সহবাস করা

 সহবাসের আগে দোয়া পাঠ করা
রাসূলুল্লাহ (সা.) বলেন:
“তোমাদের কেউ যখন তার স্ত্রীর সঙ্গে সহবাস করতে চায়, তখন বলুক:
بِسْمِ اللَّهِ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ، وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
অর্থ: “আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ! আমাদের শয়তান থেকে দূরে রাখুন এবং আপনি আমাদের যা রিজিক দেবেন (সন্তান), তাকেও শয়তান থেকে নিরাপদ রাখুন। (বুখারী: ১৪১, মুসলিম: ২৫৯১)

এই দোয়া পাঠ করলে সম্ভাব্য সন্তান শয়তানের প্রভাব থেকে নিরাপদ থাকে।


 সহবাসের সময় করণীয় ও নিয়মাবলী
ইসলাম একজন মুসলিম দম্পতিকে এই সম্পর্ককে ভালোবাসা, শ্রদ্ধা ও উত্তম ব্যবহার দ্বারা ঘিরে রাখার পরামর্শ দিয়েছে।


১. পারস্পরিক সম্মতি অপরিহার্য
সহবাসে উভয়ের মানসিক ও শারীরিক প্রস্তুতি ও সম্মতি অপরিহার্য। জোরপূর্বক সহবাস ইসলাম অনুমোদন করে না।


২. রোমান্স ও কোমল আচরণ
রাসূল (সা.) স্ত্রীদের সাথে মিষ্টভাষী হতেন, সময় দিতেন এবং তাঁদের মন জয় করার চেষ্টা করতেন। সরাসরি সহবাসে না গিয়ে আগে আবেগঘন ও স্নেহময় আচরণ করার পরামর্শ দিয়েছেন।
"তোমাদের কেউ যেন পশুর ন্যায় স্ত্রীর ওপর ঝাঁপিয়ে না পড়ে; বরং রোমান্স ও আদর-স্নেহ প্রদর্শন করুক।"
(ইবনে মাজাহ: ১৯২৯)

৩. সহবাসের ভঙ্গিমা ও সীমারেখা
.ইসলাম যেকোনো পজিশনে (সামনে, পাশ থেকে, উপরে, নিচে) সহবাস বৈধ রেখেছে— শর্ত একটাই, পেছনের পথে নয়।
২ .পেছনের পথে সহবাস (অ্যানাল সেক্স) ইসলামে হারাম এবং এটি কবিরা গুনাহ।
রাসূল (সা.) বলেন: 
"যে ব্যক্তি তার স্ত্রীকে পেছনের পথে সহবাস করে, সে অভিশপ্ত।" 
(আবু দাউদ, তিরমিযি)


সহবাস শেষে করণীয় 
১. গোসল ফরজ
সহবাস বা উত্তেজনায় বীর্যপাত হলে উভয়ের জন্য গোসল ফরজ হয়ে যায়। হাদীসে এসেছে:
"যখন লজ্জাস্থান প্রবেশ করে, তখন গোসল ফরজ হয়ে যায়, যদিও বীর্যপাত না হয়।"
(মুসলিম: ৩৪৮)
২. যত্ন ও ভালোবাসা
সহবাসের পর ভালোবাসাময় কিছু সময় কাটানোও দাম্পত্য জীবনের সৌন্দর্য। স্নেহপূর্ণ কথাবার্তা, আলিঙ্গন, কৃতজ্ঞতা—এসব সম্পর্ককে আরও গভীর করে।

যেসব বিষয় অবশ্যই এড়িয়ে চলতে হবে
১. পেছনের পথে সহবাস
২. স্ত্রীকে অপমান বা কষ্ট দিয়ে সহবাস
৩. জনসম্মুখে আলোচনা বা অন্যকে বলা
৪. পর্নোগ্রাফি বা হারাম কল্পনা করা 
৫. ঋতুমতী অবস্থায় সহবাস 


সহবাস: এক ইবাদত ও বরকতের সম্পর্ক
সহবাস কেবলমাত্র ভোগের বিষয় নয়, বরং এটি যদি সুন্নাত মোতাবেক করা হয়, তাহলে এটি ইবাদতে পরিণত হয়। রাসূল (সা.) বলেন:
"তোমাদের কেউ যখন স্ত্রী সহবাস করে এবং তাতে পরিতৃপ্তি লাভ করে, তখন সেটির জন্যও সওয়াব দেওয়া হয়।"
(মুসলিম: ১০০৬)


শেষ কথা
ইসলামে সহবাস হলো পরিপূর্ণ একটি জীবনঘনিষ্ঠ ইবাদত—যার মাধ্যমে শুধু আত্মতৃপ্তিই নয়, বরং ভালোবাসা, রহমত, এবং পরস্পরের প্রতি দায়িত্ববোধ প্রকাশ পায়। এটি স্বামী-স্ত্রীর সম্পর্ককে পবিত্র, স্বচ্ছ ও কল্যাণময় রাখে। তাই প্রত্যেক মুসলিম দম্পতির উচিত—এই মহান সম্পর্ককে ইসলামের আলোকে পরিচালিত করা এবং পবিত্রতা ও আদব বজায় রাখা।

 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ