শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

রোজায় মুখে দুর্গন্ধ রোধে কিছু করণীয় 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাদিজা ইসলাম

রমজান একটি পবিত্রতম মাস বরকতের মাস। এ মাসে যেমন আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করতে হবে ঠিক তেমনই সর্বদাই সুস্থ ও পরিপাটি থাকার চেষ্টা করতে হবে। পবিত্র মাস হিসেবে পবিত্র থাকাও জরুরি এ মাসে।
মুমিন মাত্রই পবিত্রতার ধারক। রোজাদাররা অবশ্যই মুমিন। তাই এ বিষয়ে লক্ষ রাখা রোজাদারের অবশ্য কর্তব্য। সারাদিনের সিয়াম সাধনা শেষে মুখে দুর্গন্ধ হওয়া স্বাভাবিক। আসুন জেনে নেই মুখে দুর্গন্ধ রোধে কিছু করণীয় সম্পর্কে :
• ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত তরল জিনিস পান করতে হবে। বাজারজাত কোমল পানীয় বা কৃত্রিম ফলের জুস পরিহার করে বিশুদ্ধ পানি, লেবু-শরবত, মৌসুমি 
  ফলের জুস যেমন কাঁচা আম, মাল্টা, বেল, তরমুজ, ইসপগুলের ভুসি জাতীয় তরল পানীয় পান করতে হবে। 
• চিনিমুক্ত খাবার রাখা। 
• দৈনিক ইফাতারের পর থেকে সেহরি পর্যন্ত আট গ্লাস পানি পান করা। 
• নিয়মিত মিসওয়াক করা। 
• গন্ধ ও স্বাদ বিহীন টুথপেস্ট দিয়ে ব্রাশ করা। 
• ইফতার ও সেহরির পর অন্তত দুই মিনিট করে নিয়ম অনুযায়ী দাঁত ও মুখ পরিষ্কার করা, সঙ্গে সেহরির পর ডেন্টাল ফ্লস করা, প্রয়োজনে এলকোহলমুক্ত মাউথ ওয়াশ ব্যবহার করা, ওজুর সময় ভালোমতো কুলি করা ও মাড়ি ম্যাসেজ করা।
• মুখের দুর্গন্ধ ছড়ায় এমন খাবার এড়িয়ে চলা। 
• যেমন - রুচির জন্য চিনির শরবত, জিলাপি, মিষ্টি ইত্যাদি বেশি খাওয়া— যা দাঁতের ক্ষতি করে। দাঁত ক্ষতিগ্রস্ত হলে মুখ ও ক্ষতিগ্রস্ত হবে। তাই এগুলো এড়িয়ে চলতে হবে। 
• খাদ্য তালিকা ঠিক রাখা। 
• সেহরিতে পরিমিত ভাত সঙ্গে ছোট মাছ, সামুদ্রিক মাছ বা মাংস, ডাল, সবজি, সালাদ, এক কাপ দুধ বা টক দই, মিষ্টি ফল রাখা যেতে পারে। 
• মজাদার ভাজাপোড়া এড়িয়ে চলতে হবে। 
মুখের দুর্গন্ধ লজ্জাজনক । তাই মুখের যত্ন নেওয়া জরুরি। দুর্গন্ধ যেন না ছড়ায় সেইদিকেও সজাগ দৃষ্টি রাখা উচিত। রোজায় মুখের যত্ন নেওয়া ইমানের পরিচায়ক।

এনআরএন/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ