বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

আফগানিস্তানে ওষুধ রপ্তানি করবে বাংলাদেশি কোম্পানি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে ওষুধ রপ্তানির লক্ষ্যে, ইমারতে ইসলামিয়ার সালার ইউসুফজাই ফার্মা লিমিটেডের সঙ্গে দীর্ঘ ১৫ বছর মেয়াদী ব্যবসায়িক সমঝোতা করেছে ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ইন্দো-বাংলা ফার্মা।

সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে ঢাকায় এক আনুষ্ঠানিক চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায়, ইন্দো-বাংলা ফার্মা তার মানসম্পন্ন ফার্মাসিউটিক্যাল পণ্য আফগানিস্তানে সরবরাহ করবে এবং ‘সালার ইউসুফজাই ফার্মা’ দেশের একমাত্র ও চূড়ান্ত এজেন্ট হিসেবে কাজ করবে।

চুক্তি অনুসারে, প্রতি শিপমেন্টে প্রায় ১.৫ লাখ ডলার মূল্যমানের ওষুধ রপ্তানি করা হবে। দ্বিতীয় শিপমেন্টে রপ্তানি করা হবে ২.৮০ লাখ ডলার মূল্যের ওষুধ। অর্থপ্রদান পদ্ধতি হিসেবে, প্রথমে ৪০% অগ্রিম দিয়ে শিপমেন্টের ১৫ দিন আগে বাকি ৬০% অর্থ পরিশোধ করতে হবে। পণ্য সরবরাহ এফ ও বি (FOB) ভিত্তিতে, চট্টগ্রাম থেকে সমুদ্র বা আকাশ পথে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে পাঠানো হবে।

এই গুরুত্বপূর্ণ চুক্তিতে ইন্দো-বাংলা ফার্মার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এ.এফ.এম অনোয়ারুল হক, এবং সালার ইউসুফজাই ফার্মার পক্ষ থেকে সিইও মুহাম্মদ কাসাম হ্যায়ার।

এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে বলে আশা করা হচ্ছে। দীর্ঘ মেয়াদে এই কার্যক্রম দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ