বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

ভারতে স্কুলের ভবন ধসে ৪ শিশু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের রাজস্থানে একটি স্কুলের ভবন ধসে চার শিশু নিহত হয়েছে। আহত আরও ১৭। ধ্বংসস্তূপের নিচে কয়েক ডজন আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়েছেন এবং ধ্বংসস্তূপ সরাতে ক্রেন ব্যবহার করা হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, শিক্ষার্থীরা ঝালাওয়ারে একটি সরকারি স্কুলে ক্লাস করছিলো। এমন সময় ভবনটির ছাদ ধসে পড়ে। 

স্থানীয় সময় সকাল সাড়ে ৮ টায় ওই দুর্ঘটনা ঘটে। ওই সময়  সেখানে ৪০ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন। পুলিশ কর্মকর্তা অমিত কুমার জানিয়েছেন, কিছু শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। চার জন শিশু মারা গেছে এবং সতের জন আহত হয়েছে। দশ শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঝালাওয়ারে পাঠানো হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দাঙ্গিপুরা পুলিশ স্টেশনের সহকারী উপ পরিদর্শক আব্দুল হাকিম বলেছেন, নিহত শিক্ষার্থীদের বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার কাজ শুরু করেন।

আহতদের প্রথমে মনোহরথানা কমিউনিটি হেলথ সেন্টারে (সিএইচসি) নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা যেখানে চারজনকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত আরও আট শিক্ষার্থীকে ঝালওয়ার জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ